Shukhi Manusher Kanna Lyrics - Jon Kabir
Shukhi Manusher Kanna Mp3 Song Lyrics in Bangla Jon Kabir
![]() |
সুখী মানুষের কান্না লিরিক্স |
Credits -
- Song : Shukhi Manusher Kanna
- Singer : Jon Kabir
- Lyrics : Jon Kabir and Juhie
- Music : Jon Kabir
- Label :Jon Kabir (Pvt. Release)
- Release Date : Jun 24, 2021
SHUKHI MANUSHER KANNA OFFICIAL MUSIC VIDEO
SHUKHI MANUSHER KANNA LYRICS JON KABIR
অনেকদিন পরে,
এসেছি এখানে।
যেখানে তুমি,
রঙ্গিন ফুল ফোঁটাতে।
ওই আকাশের নীলে,
ভোরের আলোয় আমার
এই মনে রক্ত ঝরে।
চারিদিকের সব
সুখী মানুষের কান্নায়।
আরও দূরে সরে,
ওই আঁধারের বাগানে
একা জেগে।
জোনাক জ্বলা মন নিয়ে
দাঁড়িয়ে কি দেখো,
কাকে কেন খোঁজো?
ভোরের আলোয়
আমার এই মনে রক্ত ঝরে
চারিদিকের সব সুখী মানুষের কান্নায়।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box