Bondhure Lyrics - Habib Wahid feat Nancy
Bondhure Song Lyrics by Habib Wahid and Nancy
![]() |
বন্ধুরে লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Bondhure
◉ Singer : Habib Wahid & Nancy
◉ Lyrics : Ali Baker Zico
◉ Music : Habib Wahid
◉ Label : Habib Wahid (Pvt. Release)
◉ Release Date : May 1, 2021
Bondhure by Habib Wahid and Nancy
Bondhure Lyrics by Habib Wahid and Nancy
আমারে ছাইড়া গেলা কেনো বন্ধুয়া,
কেনো বন্ধুয়া?
দিবানিশি তোমায়
ভাবি তোমায় শুধু বন্ধুরে।
তোমারে ছাইড়া কেনো যাবো বন্ধুয়া,
কেনো বন্ধুয়া?
দিনে রাতে তোমারে
বুকে রাখি
রাখি বন্ধুরে।
আশায় আশায় কাটে জীবন,
তোমায় যদি কাছে পাই।
আশায় আশায় কাটে জীবন,
তোমায় যদি কাছে পাই।
তুমি ছাড়া জীবন আমার
পুইড়া পুইড়া হইলো ছাই।
তোমায় ছাইড়া আমি কি আর
সুখের দেখা পাবো হায়?
তোমার সাথে এই অন্তরে
জীবন নদী বইয়া যায়।
আমারে ছাইড়া গেলা কেনো বন্ধুয়া,
কেনো বন্ধুয়া?
দিবানিশি তোমায় ভাবি
তোমায় শুধু বন্ধুরে।
তোমারে ছাইড়া কেনো যাবো বন্ধুয়া,
কেনো বন্ধুয়া?
দিনে রাতে তোমারে
বুকে রাখি রাখি বন্ধুরে।
আমারে ছাইড়া গেলা
বন্ধুরে... বন্ধুরে...।
ও... আমারে ছাইড়া গেলা
বন্ধুরে... বন্ধুরে...।
ও তোমারে ছাইড়া কেনো যাবো,
বন্ধুরে... বন্ধুরে...
ও তোমারে ছাইড়া কেনো যাবো,
বন্ধুরে... বন্ধুরে...।
][সমাপ্ত][
হাবিব ওয়াহিদের এই গানগুলো শুনেছেন কি?
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন।
বাংলা গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box