Hariye Feli Jodi Lyrics (হারিয়ে ফেলি যদি) - Tahsan Khan & Rubayat Rehman
HARIYE FELI JODI MP3 SONG LYRICS BY TAHSAN KHAN & RUBAYAT REHMAN
![]() |
হারিয়ে ফেলি যদি লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Hariye Feli Jodi
◉ Singer : Tahsan Khan & Rubayat Rehman
◉ Lyrics : Pulak Aneel
◉ Drama : Shunno Theke Shuru
◉ Label : Closeup Bangladesh
◉ Release Date : Mar 28, 2021
HARIYE FELI JODI FULL SONG
HARIYE FELI JODI SONG LYRICS
হারিয়ে ফেলি যদি,
এই ভয়েই আরো
বেশি করে ভালোবাসি,
আরো বেশি ভালোবাসি।
এই ভয়েই আরো বেশি,
আরো বেশি,
বেশি করে,
কাছে আসি,
বেশি করে কাছে আসি।
কিছু কিছু মানুষ আছে,
হারিয়ে ফেলার ভয় নিয়েই বাঁচে।
কিছু কিছু মানুষ আছে,
হারিয়ে ফেলার ভয় নিয়েই বাঁচে।
হারিয়ে ফেলি যদি,
এই ভয়েই আরো,
শক্ত করে ধরি।
হারিয়ে ফেলি যদি,
এই ভয়ে আরো,
বেশি করে ভালোবাসি। - [ ২ বার ]
ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি।
এক মুহুর্তে হারিয়ে যায় যদি,
স্বপ্নে দেখা মুহুর্তরা সব,
যেমন করে হারিয়ে গেছে হায়,
কিছু বোঝার আগে সেই শৈশব।
এক বিকেলে কাছে এলে তুমি,
সকলে বিকেল থাকবে এমন কাছে,
তুমি ছাড়া বলোনা হায় আমার,
কোথায় এমন কে আর আছে?
এই ভয়ে সারাক্ষণ,
থাকি এতো পাশাপাশি,
এই ভয়ে সারাক্ষণ,
থাকি এতো পাশাপাশি।
হারিয়ে ফেলি যদি,
এই ভয়ে আরো,
বেশি করে ভালোবাসি। - [ ২ বার ]
ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি।
][সমাপ্ত][
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন।
বাংলা গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন।
হারিয়ে ফেলি যদি লিরিক্স
Hariye Feli Jodi
Ei Bhoye Aro
Beshi Kore Bhalobashi,
Aro Beshi Bhalobashi.
Ei Bhoye Aro Beshi,
Aro Beshi,
Beshi Kore,
Kachhe Ashi,
Beshi Kore Kachhe Ashi.
Kichu Kichu Manush Ache,
Hariye Felar Bhoy Niyei Bache.
Kichu Kichu Manush Ache,
Hariye Felar Bhoy Niyei Bache.
Hariye Feli Jodi,
Ei Bhoye Aro,
Shokto Kore Dhori.
Hariye Feli Jodi,
Ei Bhoye Aro,
Beshi Kore, Bhalobashi. - [2]
Bhalobashi, Bhalobashi,
Bhalobashi.
Ek Muhurte Hariye Jay Jodi,
Shopne Dekha Muhurtera Sob,
Jemon Kore Hariye Gechhe Hay,
Kichhu Bojhar Age Shei Shoishob.
Ek Bikele Kachhe eley Tumi,
Sokole Bikel Thakbe emon kachhe,
Tumi Chhara Bolona Hay amar,
Kothay Emon Ke Ar Achhe?
Ei Bhoye Sharakkhon
Thaki Eto Pashapahi.
Ei Bhoye Sharakkhon
Thaki Eto Pashapahi.
Hariye Feli Jodi,
Ei Bhoye Aro,
Beshi Kore, Bhalobashi. - [2]
Bhalobashi, Bhalobashi,
Bhalobashi.
][THE END][
Closeup কাছে আসার গল্পের গানঃ
২০২১ সালের গল্পের গানঃ
২০২০ সালের গল্পের গানঃ
২০১৮ সালের গল্পের গানঃ
২০১৭ সালের গল্পের গানঃ
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box