Pera Nai Chill Lyrics(প্যারা নাই চিল) - Purnoy Hoq
PERA NAI CHILL LYRICS BY PURNOY HOQ
![]() |
প্যারা নাই চিল লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Pera Nai Chill
◉ Singer : Purnoy Hoq
◉ Lyrics : Purnoy Hoq
◉ Music : Purnoy Hoq
◉ Label : Purnoy Hoq
◉ Release Date : Apr 28, 2021
Pera Nai Chill Music Video by Rafayat Rakib
PERA NAI CHILL SONG LYRICS IN BANGLA
আমি প্রেমিক, আমি কবি
তুমি সিরিয়াস ভাবে দেখো সবই।
আমি গেম খেলে
সারা রাত জাগী
তুমি পড়ুয়া মেয়ে, বেজায় রাগী।
আমি বিরিখোর,
আমি আড্ডাবাজ,
পড়াশুনাই শুধু তোমার কাজ।
তোমার প্রিয় বিড়াল ছানা,
আমার প্রিয় কুকুর,
তোমার প্রিয় পাহাড়ী ঝর্ণা
আমার প্রিয় পুকুর।
গোলাপ ফুলের জায়গায় আমি
দিলাম তোমায় জবা,
বলো তুমি এইবার কি
আমার প্রেমিকা হবা ? - [ ২ বার ]
আমি ফেল করেও বলি প্যারা নাই চিল,
তুমি হায়েস্ট পেয়েও কেঁদে মুখ করো নীল।
আমার বই খাতা সব ছিড়া-ফাঁড়া,
তোমার কলমটাও মলাট করা।
আমি বাড়ি ফিরি ম্যালা রাত করে,
তুমি রাতে ঘুমিয়ে উঠো ভোরে।
তোমার প্রিয় গরুর গোস্ত,
আমার প্রিয় চিকেন,
তোমার রুমে দুইটা এসি,
আমার রুমে ফ্যান।
গোলাপ ফুলের জায়গায় আমি
দিলাম তোমায় জবা,
বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা?
গোলাপ ফুলের জায়গায় আমি
দিলাম তোমায় জবা,
বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা?
][সমাপ্ত][
নতুন বাংলা গানের লিরিক্স সবার আগে পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
nice
উত্তরমুছুনnice songs
উত্তরমুছুন