Tumi Nei Kothao Lyrics - Mahtim Shakib
Tumi Nei Kothao Lyrics Mahtim Shakib
![]() |
তুমি নেই কোথাও লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Tumi Nei Kothao
◉ Singer : Mahtim Shakib
◉ Lyrics : Prosenjit Ojha
◉ Music : Shovon Roy
◉ Label : Protune
◉ Release Date : May 14, 2021
Tumi Nei Kothao Music video
Tumi Nei Kothao Lyrics
কাঁশবনে সাদা শাড়ি,
লাল টিপ উধাও,
চোঁরা কাঁটা মনে জুড়ে,
তুমি নেই কোথাও। - [ ২ বার ]
দেখা হবে ভেবে ভেবে,
রোজ একা পথ হাটি।
আনমনে কতো কি দেখে,
দুটি চোখে স্মৃতি বাটি।
ভুলে যাবো কোন ভুলে,
কিছু বলে গেলেনা।
তুমি ছাড়া কিছু আমার,
আর ভালো লাগে না।
স্বপ্ন আসে শূন্য ঘরে,
কোন রঙে সাঁজেনা।
ধরতে গেলে মেশে হাওয়ায়
কোন সুরে বাজে না বাজে না। - [ ২ বার ]
রাত জেগে ঘুরে আসি,
অতীতের ঘটনায়।
কি কারণে পর হলে
হিসাব মেলে না।
মেঘ ছুঁয়ে মন উড়ে,
বর্ষায় ভেজে না।
প্রিয় নদী চোখের পাতায়
কেউ আর খোঁজে না। - [ ২ বার ]
একা একা দিনগুলি
বিরহের জানালায়।
ভোর আসে, আলো হাসে
দুয়ার খোলে না।
কাঁশবনে সাদা শাড়ি,
লাল টিপ উধাও,
চোঁরা কাঁটা মনে জুড়ে,
তুমি নেই কোথাও।
দেখা হবে ভেবে ভেবে,
রোজ একা পথ হাটি।
আনমনে কতো কি দেখে,
দুটি চোখে স্মৃতি বাঁটি।
ভুলে যাবো কোন ভুলে,
কিছু বলে গেলেনা।
তুমি ছাড়া কিছু আমার,
আর ভালো লাগে না।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box