Dakchi Pichu Tomay Barbar Lyrics(ডাকছি পিছু তোমায় বারবার) - Mahtim Shakib
DAKCHI PICHU TOMAY BARBAR MP3 SONG LYRICS BY MAHTIM SHAKIB
![]() |
ডাকছি পিছু তোমায় বারবার লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Dakchi Pichu Tomay Barbar
◉ Singer : Mahtim Shakib
◉ Lyrics : Robiul Islam Jibon
◉ Music : Shahriar Alam Marcell
◉ Drama : Maroon
◉ Label : Cd Choice
◉ Release Date : May 19, 2021
Dakchi Pichu Tomay Barbar Full Song
DAKCHI PICHU TOMAY BARBAR LYRICS
মন তোমার কাছেই থাকছে,
এক আকাশ স্বপ্ন আঁকছে,
লিখে যাচ্ছে হাওয়ায় গল্প তোমার।
মন তোমায় ছুঁতে চাইছে,
রংমশালের গান গাইছে,
সাড়া মিলছে আজও স্বল্প তোমার।
তুমি আধেক করে তাকাও,
ঠোটে আলতো আদর মাখাও,
আর সন্ধ্যে নামার আগেই দেখাও আঁধার।
কেনো অল্প এসে
হারাচ্ছো আবার?
আমি ডাকছি পিছু
তোমায় বার বার। - [ ২ বার ]
যেখানে যতদূরে যাই,
থেকে যাও খুব খেয়ালে।
যে কথা হয়নি বলা,
লিখে যাই কোন দেয়ালে।
রোজ তোমাকে গায়ে মাখছি,
প্রিয় মায়ায় ধরে রাখছি,
কবে অবুঝ আড়াল ভেঙ্গে
রাখবে আবদার?
কেনো অল্প এসে
হারাচ্ছো আবার?
আমি ডাকছি পিছু
তোমায় বার বার। - [ ২ বার ]
তোমাতে যাই ডুবে যাই,
দিন কি রাত নিয়নে,
কতোটা ভাবছে হৃদয়,
জানে তা মেঘ পিয়নে।
রোজ তোমাকে গায়ে মাখছি,
প্রিয় মায়ায় ধরে রাখছি,
কবে অবুঝ আড়াল ভেঙ্গে
রাখবে আবদার?
কেনো অল্প এসে
হারাচ্ছো আবার?
আমি ডাকছি পিছু
তোমায় বার বার। - [ ২ বার ]
][সমাপ্ত][
মাহতিম সাকিবের মন মাতানো কন্ঠের এই গানগুলো মিস করেননি তো?
ডাকছি পিছু তোমায় বারবার গানের লিরিক্স
Mon Tomar Kachhei Thakchhe,
Ek Akash Shopno Dakche,
Likhe Jacche Haway Golpo Tomar.
Mon Tomay Chhute Chaichhe,
Rongmoshaler Gaan Gaichhe,
Shara Milcche Ajo Sholpo Tomar.
Tumi Adhek Kore Takao,
Thote Alto Ador Makhao,
Ar Shondhye Namar Agei Dekhao Adhar.
Keno Olpo Eshe
Haraccho Abar?
Ami Dakchhi Pichu
Tomay Bar Bar. - [2]
Jekhane Jotodure jai,
Theke jao Khub Kheyale,
Je kotha hoyni bola,
likhe jai kon deyale.
Roj Tomake Gaye Makhchhi,
Priyo Mayay Dhore rakhchhi,
Kobe Obujh Araal Venge,
Rakhbe Abdar?
Keno Olpo Eshe
Haraccho Abar?
Ami Dakchhi Pichu
Tomay Bar Bar. - [2]
Tomate Jai Dube Jai,
Din Ki Raat Niyone,
Kotota Bhabchhe Hridoy,
Jane ta megh Piyone.
Roj Tomake Gaye Makhchhi,
Priyo Mayay Dhore rakhchhi,
Kobe Obujh Araal Venge,
Rakhbe Abdar?
Keno Olpo Eshe
Haraccho Abar?
Ami Dakchhi Pichu
Tomay Bar Bar. - [2]
][THE END][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box