SHEI TUMI (সেই তুমি) LYRICS - Ayub Bachchu
SHEI TUMI MP3 SONG LYRICS BY AYUB BACCHU LRB
![]() |
সেই তুমি লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Shei Tumi
◉ Singer : Ayub Bacchu
◉ Lyrics : Ayub Bachchu
◉ Music : Ayub Bachchu
◉ Band : LRB
◉ Album : Shukh
◉ Label : Soundtek
◉ Release Date : June 24, 1993
Shei Tumi Keno Eto Ochena Hole Full Song
Cholo Bodle Jai Lyrics
সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি?
কিভাবে এত বদলে গেছি এই আমি।
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে,
চল বদলে যাই,
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু
ভালোবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।
কতরাত
আমি কেঁদেছি,
বুকের গভীরে কষ্ট নিয়ে।
শূন্যতায়
ডুবে গেছি আমি,
আমাকে তুমি ফিরিয়ে নাও।
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু
ভালোবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।
যতবার
ভেবেছি ভুলে যাব,
তারও বেশি মনে পড়ে যায়।
ফেলে আসা,
সেই সব দিনগুলো,
ভুলে যেতে আমি পারি না।
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু
ভালোবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ
ছিলো যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।
সেই তুমি কেন এত অচেনা হলে?
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি?
কিভাবে এতো বদলে গেছি এই আমি।
ও বুকেরই
সব কষ্ট দু'হাতে সরিয়ে,
চল বদলে যাই,
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু
ভালোবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box