Ekta Gaan Likho Amar Jonno Lyrics - Pratima Bandopadhyay | Old Romantic Song
Ekta Gaan Likho Amar Jonno Mp3 Song Lyrics By Pratima Bandopadhyay
![]() |
একটা গান লিখো আমার জন্য |
SONG CREDITS :
◉ Song :Ekta Gaan Likho Amar Jonno
◉ Singer : Pratima Bandopadhyay
◉ Lyrics : Subir Hazra
◉ Music : Sudhin Dasgupta
◉ Label :
◉ Release Date : 1961
Ekta Gaan Likho By Adriza Chakraborty
EKTA GAAN LIKHO AMAR JONNO SONG LYRICS
একটা গান লিখো আমার জন্য
একটা গান লিখো আমার জন্য।
না হয় আমি তোমার কাছে
ছিলেম অতি নগণ্য,
একটা গান লিখো আমার জন্য।
সে গান যেন,
আমায় উজাড় করে নেয়।
সে সুর যেন,
আমায় ব্যাকুল করে দেয়।
আমি যেন হই
তোমার মাঝে ধন্য।
না হয় আমি তোমার কাছে
ছিলেম অতি নগণ্য,
একটা গান লিখো আমার জন্য।
আমি ছিলেম তোমার প্রেমের,
প্রথম স্বপ্ন নায়িকা।
লিখেছি তোমার মনের আখরে
অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজও
আমার মনে পড়ে যায়,
কেমন করে
যেন আমায় খুঁজে পায়।
জীবন তরী
যে বোঝাই সহজ পণ্য।
না হয় আমি তোমার কাছে
ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য,
একটা গান লিখো আমার জন্য,
একটা গান লিখো আমার জন্য।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box