MAYA LAGE LYRICS - Salman Jaim & Rodoshi Isfar Fatemi | Ura Dhura Valobasha Natok Song
MAYA LAGE MP3 SONG LYRICS URA DHURA VALOBASHA NATOK SONG
![]() |
মায়া লাগে লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Maya Lage
◉ Singer : Salman Jaim & Rodoshi Isfar Fatemi
◉ Lyrics : Mehedi Hassan Tamjid
◉ Music :Salman Jaim & Mehedi Hassan Tamjid
◉ Drama : Ura Dhura Valobasha
◉ Label : Sultan Entertainment
◉ Release Date : Jun 5, 2021
MAYA LAGE FULL SONG
MAYA LAGE SONG LYRICS NATOK SONG
এরকম কখনো হয়নি তো আগে,
তার জন্যে কেমন যেন মায়া লাগে।
এ মন থেকে বলছি আমি,
তুমি আমার সবচেয়ে দামি।
তাইতো আমি তোমার পথে,
বারে বার থামি।
শোনো শোনো আমি তোমাকে চাই,
তোমার ভেতর হারিয়ে যাই,
খুব ভালো লাগে, খুব ভালো লাগে,
যদি পাশে থাকো তুমি।
তোমার আমার এই প্রেম কাহিনী,
হাজার বছরেও শেষ হবে না জানি।
খুব সকালে ঘুম ভেঙে গেলে
আমাকে পাশে পাবে তুমি। - [ ২ বার ]
তুমি দু'চোখ জুড়ে থাকো,
আড়াল হলেও আমায় পাশে রাখো।
যেও না তুমি আমায় ছেড়ে,
আমায় ধরে রাখো।
তোমার আমার এই প্রেম কাহিনী,
হাজার বছরেও শেষ হবে না জানি।
খুব সকালে ঘুম ভেঙে গেলে
আমাকে পাশে পাবে তুমি। - [ ২ বার ]
তোমার আমার এই প্রেম কাহিনী,
হাজার বছরেও শেষ হবে না জানি।
খুব সকালে ঘুম ভেঙে গেলে
আমাকে পাশে পাবে তুমি।
][সমাপ্ত][
বাংলা নতুন মন মাতানো গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box