Haste Dekho Gaite Dekho Lyrics - Ayub Bachchu
Haste Dekho Gaite Dekho Mp3 Song Lyrics By Ayub Bachchu
![]() |
হাসতে দেখো গাইতে দেখো |
SONG CREDITS :
◉ Song : Haste Dekho Gaite Dekho
◉ Singer : Ayub Bacchu
◉ Lyrics : Latiful Islam Shibli
◉ Band : LRB
◉ Album :
◉ Label : Soundtek
◉ Release Date :
HASTE DEKHO GAITE DEKHO FULL SONG
HASTE DEKHO GAITE DEKHO LYRICS LRB
হাসতে দেখো, গাইতে দেখো,
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা। - [ ২ বার ]
বোঝে না কেউ তো চিনলো না,
খোঁজে না আমার কি ব্যাথা,
চেনার মতো কেউ চিনলো না এই আমাকে।
বোঝে না কেউ তো চিনলো না,
খোঁজে না আমার কি ব্যাথা,
চেনার মতো কেউ চিনলো না এই আমাকে।
আমার সুরের বুকে
কান্না লুকিয়ে থাকে,
আমার চোখের কোণে
নোনা ছবি আঁকে।
আমার গল্প শুনে
হয় আলোকিত উৎসব,
গল্প শেষে আমি
আঁধারের মতো নীরব।
নিজেকে ঢেলে আমি
কত সুখ দিলাম।
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
আমার গানে আঁকা
নির্ঘুম অনেক প্রহর,
আমায় চেনে জোনাকি
ছেড়ে নীরব শহর।
ডাকার কথা যাদের
ডাকেনি কেউ কাছে,
নিঃসঙ্গ এই আমি
পুড়েছি মোমের আঁচে।
আমার মাঝে আমি
যেন শুধু লুকাই।
বোঝে না কেউ তো চিনলো না,
খোঁজে না আমার কি ব্যাথা,
চেনার মতো কেউ চিনলো না,
এই আমাকে।
হাসতে দেখো, গাইতে দেখো,
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা। - [ ২ বার ]
বোঝে না কেউ তো চিনলো না,
খোঁজে না আমার কি ব্যাথা,
চেনার মতো কেউ চিনলো না,
এই আমাকে।
বোঝে না কেউ তো চিনলো না,
খোঁজে না আমার কি ব্যাথা,
চেনার মতো কেউ চিনলো না,
এই আমাকে।
][সমাপ্ত][
আইয়ুব বাচ্চু'র গাওয়া আরও কিছু মন মাতানো গানঃ
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটেই ভিজিট করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box