Jibon Khatay Prem Kolonker Lyrics - Pagol Hasan
JIBON KHATAY PREM KOLONKER DAG LAGAIYA MP3 SONG LYRICS
![]() |
জীবন খাতায় প্রেম কলঙ্কের লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Jibon Khatay Prem Kolonker
◉ Singer : Pagol Hasan
◉ Lyrics : Pagol Hasan
◉ Label : Pagol Hasan (Pvt. Release)
◉ Release Date : Feb 27, 2021
JIBON KHATAY FULL SONG BY BITHY CHOWDHURY
JIBON KHATAY PREM KOLONKER DAG LYRICS
জীবন খাতায়
প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া।
জীবন খাতায়
প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
জড়াইয়া মায়ারও ডুরে,
পিরিতে বান্ধিয়া মোরে,
খেলাইও না হৃদয়টা রে লইয়া।
জড়াইয়া মায়ারও ডুরে,
বান্ধিয়া পিরিতে মোরে,
খেলাইও না হৃদয়টা রে লইয়া।
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া।
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া,
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
মিছা সুখে না হাসাইও
দুঃখ দিয়া বুক ভাসাইও,
যাইওনা গো মনভোলা'রে থইয়া। - [ ২ বার ]
বেহায়ারে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া।
ও তোর বেহায়ারে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া।
তোর বেহায়ারে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
কতো ধনী গুণী মানী,
করতে পারো পাগলিনী,
মরছি তুমার প্রেমের পাগল হইয়া। - [ ২ বার ]
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া।
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া,
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া,
ছাড়িয়া যাইওনাগো বন্ধু মায়া লাগাইয়া,
তুমি ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
জীবন খাতায়
প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
ছাড়িয়া যাইওনাগো বন্ধু মায়া লাগাইয়া।
][সমাপ্ত][
শিল্পী পাগল হাসান গানটি যেভাবে গেয়েছেন ঠিক সেভাবেই লিরিক্স লেখা আছে।
বিথি চৌধুরীর গাওয়া ভার্সনে লিরিক্স কিছুটা পরিবর্তন করা হয়েছে।
খুবই সুন্দর লিরিক্স
উত্তরমুছুনTNQ
উত্তরমুছুনTNQ
উত্তরমুছুন