Keno Janina Je Shudhu Lyrics - Mrinal Chakraborty | Bengali Romantic Song
KENO JANINA JE SHUDHU TOMAR KOTHA MONE PORE SONG LYRICS
![]() |
কেন জানিনা যে শুধু লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Keno Janina Je Shudhu
◉ Singer : Mrinal Chakraborty
◉ Lyrics : Miltu Ghosh
◉ Label :
◉ Release Date : 1959
KENO JANINA JE SHUDHU SONG COVER BY Aditi Chakraborty
KENO JANINA JE SHUDHU TOMAR KOTHA MONE PORE LYRICS
কেন জানিনা যে
শুধু তোমার কথাই মনে পড়ে।
কেন জানিনা যে
শুধু তোমার কথাই মনে পড়ে।
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার।
সে স্মৃতি দু’চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে।
কেন জানিনা যে
শুধু তোমার কথাই মনে পড়ে।
কেন জানিনা যে
শুধু তোমার কথাই মনে পড়ে।
যে কথা বলবো তোমায় ছিল আশা,
সে কথা বলতে কেন পাই নি ভাষা?
যে কথা বলবো তোমায় ছিল আশা,
সে কথা বলতে কেন পাই নি ভাষা?
সে যেন বোবা হয়ে
রয়ে রয়ে কেঁদে মরে।
শুধু তোমার কথাই মনে পড়ে।
কেন জানিনা যে
শুধু তোমার কথাই মনে পড়ে।
কত যে তোমায় বেসেছিলাম ভালো,
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো?
কত যে তোমায় বেসেছিলাম ভালো,
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো?
এ হৃদয় যখন আমার মুখর হলো,
সে কেন কাছে এসে হারিয়ে গেলো?
এ হৃদয় যখন আমার মুখর হলো,
সে কেন কাছে এসে হারিয়ে গেলো?
সে স্মৃতি ধূপের মতো
অবিরত আকুল করে।
কেন জানিনা যে
শুধু তোমার কথাই মনে পড়ে।
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার।
সে স্মৃতি দু'চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে।
কেন জানিনা যে
শুধু তোমার কথাই মনে পড়ে।
কেন জানিনা যে
শুধু তোমার কথাই মনে পড়ে।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box