Jhiri Jhiri Batash Kande Lyrics - Shyamal Mitra | Bengali Old Romantic Song
JHIRI JHIRI BATASH KANDE MP3 SONG LYRICS BY SHYAMAL MITRA
![]() |
ঝিরি ঝিরি বাতাস কাঁদে |
SONG CREDITS
■ Title: Jhiri Jhiri Batash Kande
■ Singer: Shyamal Mitra
■ Lyrics : Gauri Prasanna Mazumder
■ Label :
■ Release Date :
JHIRI JHIRI BATASH KANDE COVER BY Aditi Chakraborty
JHIRI JHIRI BATASH KANDE LYRICS
ঝিরি ঝিরি বাতাস কাঁদে,
তোমায় মনে পড়ে।
ঝিরি ঝিরি বাতাস কাঁদে,
তোমায় মনে পড়ে।
একি ব্যাথা জাগে,
বড়ো একা লাগে,
চোখে যে মেঘ করে।
ঝিরি ঝিরি বাতাস কাঁদে,
তোমায় মনে পড়ে।
লোকে বলে যে হায়,
নীলা নাকি কারো সয়,
কারো সয়না। - [ ২ বার ]
তাই আমার আকাশ মেঘে ঢাকা,
নীল কভু হয়না।
নদী আমার সুনীল সাগর,
শুধুই খুঁজে মরে।
একি ব্যাথা জাগে,
বড়ো একা লাগে,
চোখে যে মেঘ করে।
তোমায় মনে পড়ে।
সবই জানি হায় সবই বুঝি,
মন মানেনা তাই তোমায় খুঁজি।
সবই জানি হায় সবই বুঝি,
মন মানেনা তাই তোমায় খুঁজি।
হায় কপালে মোর আছেই লেখা,
যা চাই তা পাইনা।
হায় কপালে মোর আছেই লেখা,
যা চাই তা পাইনা।
এই দৃষ্টি থেকেও দু'চোখ পাথর,
তোমার দেখা পাইনা।
ধূ-ধূ মরু চাইলে কী আর,
মেঘের ছায়া ঝরে।
একি ব্যাথা জাগে,
বড় একা লাগে,
চোখে যে মেঘ করে।
ঝিরি ঝিরি বাতাস কাঁদে,
তোমায় মনে পড়ে।
একি ব্যাথা জাগে,
বড় একা লাগে,
চোখে যে মেঘ করে।
ঝিরি ঝিরি বাতাস কাঁদে,
তোমায় মনে পড়ে।
][সমাপ্ত][
শ্যামল মিত্র সম্পর্কে কিছু তথ্যঃ
শ্যামল মিত্রের জন্ম বর্তমান উত্তর চব্বিশ পরগণা জেলার নৈহাটিতে। তার শিক্ষাগুরু ছিলেন সুধীরলাল চক্রবর্তী। পরে বিখ্যাত গায়ক সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে তালিম নিয়েছেন। ১৯৪৮ সালে প্রথম রেকর্ড করেন। সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবীন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন। তার রেকর্ডের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। প্রথম প্লে ব্যাক গায়ক হিসেবে ১৯৪৮ সালে 'সুনন্দার বিয়ে'তে সাড়া ফেলেন। অনেক ছবির সংগীত পরিচালক ছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্রে বেশ কয়েকটি হিন্দি গানের সুরও তার দেওয়া।
আপনার ভালো লাগার মতো আরও কিছু গানঃ
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box