Romantic Lagey Lyrics - HABIB WAHID | BENGALI SONG 2021

ROMANTIC LAGEY MP3 SONG LYRICS BY HABIB WAHID 

Romantic Lagey Lyrics
রোম্যান্টিক লাগে লিরিক্স 
ROMANTIC LAGE LYRICS HABIB WAHID
- Presenting Romantic Lage song lyrics in Bangla.This song is sung by Habib Wahid and lyrics penned by Adib & Sup Nasif.While the music is composed by Adib

SONG CREDITS :
◉ Song : Romantic Lage
◉ Singer : Habib Wahid
◉ Lyrics : Adib and Sup Nasif
◉ Composer : Adib
◉ Release Date : May 11, 2021

ROMANTIC LAGE FULL SONG


ROMANTIC LAGE SONG LYRICS HABIB WAHID

মেঘের জলে ভিজবো দুজনা আজ,
গানের সুরে পড়বে মেঘে বাজ।
নদীর জলে পা ভিজিয়ে কেউ,
বসবে পাশে দেখবে নদীর ঢেউ।

আর কতশত ভাবনা আসে,
তোর কথা ওঠে শ্বাসপ্রশ্বাসে,
যন্ত্রণা সব এক নিমিষে,
ফুরাবে, জড়াবে, ভালোবেসে। 

মন ঢলে তোর চারিপাশে,
তোর চেহারাটা চোখে ভাসে,
নীল কালো রঙ তোর হৃদয়ের
সারাবে হারাবে কাছে। 

খুব রোম্যান্টিক রোম্যান্টিক 
রোম্যান্টিক লাগে। 
তোরে দেখলে... 
খুব রোম্যান্টিক রোম্যান্টিক 
রোম্যান্টিক লাগে,
তোরে দেখলে মেয়ে... 
খুব রোম্যান্টিক রোম্যান্টিক 
রোম্যান্টিক লাগে,
তোরে দেখলে... 
খুব রোম্যান্টিক রোম্যান্টিক 
রোম্যান্টিক লাগে,
তোরে দেখলে। 

তোর ডাকে যেন চোখদুটো জাগে,
হারিয়ে যাওয়া তোর অনুরাগে। 
তোর মাঝে বিচরণ প্রতিরাতে, 
পারবো না এই ভাগ্য বদলাতে। 

আর কতশত ভাবনা আসে,
তোর কথা ওঠে শ্বাসপ্রশ্বাসে,
যন্ত্রণা সব এক নিমিষে,
ফুরাবে, জড়াবে, ভালোবেসে। 

মন ঢলে তোর চারিপাশে,
তোর চেহারাটা চোখে ভাসে,
নীল কালো রঙ তোর হৃদয়ের
সারাবে হারাবে কাছে। 

খুব রোম্যান্টিক রোম্যান্টিক 
রোম্যান্টিক লাগে। 
তোরে দেখলে... 
খুব রোম্যান্টিক রোম্যান্টিক 
রোম্যান্টিক লাগে,
তোরে দেখলে মেয়ে... 
খুব রোম্যান্টিক রোম্যান্টিক 
রোম্যান্টিক লাগে,
তোরে দেখলে... 
খুব রোম্যান্টিক রোম্যান্টিক 
রোম্যান্টিক লাগে,
তোরে দেখলে। 
][সমাপ্ত][ 

বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। 
বাংলা গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন। 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.