OSRU (অশ্রু) LYRICS - Tanveer Evan & Naima Riya
OSRU MP3 SONG LYRICS TANVEER EVAN & NAIMA RIYA
![]() |
অশ্রু লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Osru
◉ Singer : Tanveer Evan & Naima Riya
◉ Lyrics : Tanveer Evan
◉ Composer : Piran Khan
◉ Label : Tanveer Evan (Pvt. Release)
◉ Release Date : May 3, 2021
Osru Song By Tanveer Evan
OSRU SONG LYRICS TANVEER EVAN
রাতের গভীরতারই মাঝে,
হারিয়েছি আমি আমায়।
ভোরের আলো দেয়না দেখা,
আঁধার আমায় কাঁদায়।
ছিলো সেইতো শেষ দেখা
জানি আসবেনা আর,
প্রতীক্ষায় কেন দাঁড়িয়ে আজও
আমি তোমার?- [ ২ বার ]
আজও আসো কল্পনায় আমার,
নেই শুধু বাস্তবতায়।
ভাবনা কি ছিলো এই তোমার?
এভাবে কাঁদাবে।
কাঁদি আমি আজও অঝোরে,
দেখোনি তুমি একটিবারও ফিরে।
আছি আমি তোমারই পাশে,
কেন তুমি নেই আমারই পাশে?
কেন নেই পাশে?
কেন নেই কাছে?
ছিলো সেইতো শেষ দেখা
জানি আসবেনা আর,
প্রতীক্ষায় কেন দাঁড়িয়ে আজও
আমি তোমার?- [ ২ বার ]
][সমাপ্ত][
তানভীর ইভানের মন মাতানো কণ্ঠের এই গানগুলো মিস করছেন না তো?
লিরিক্স গুলোর জন্যে আপনাদের ধন্যবাদ
উত্তরমুছুন