Kanna (কান্না) Lyrics - Arman Alif
![]() |
KANNA (কান্না) : 'Kanna' is a bangali sad song. The singer of the song is Arman Alif. Lyricist of the song is Arman Alif. Music is by Musfiq Litu. The song is available in the G Series Music youtube channel.
SONG CREDITS -
■ Song: Kanna - কান্না■ Singer: Arman Alif■ Lyricist: Arman Alif■ Music : Musfiq Litu■ Label: Agniveena■ Release Date : May 25, 2020
Kanna (কান্না) FULL VIDEO SONG
KANNA (কান্না) SONG LYRICS IN BANGLA
দিনে দিনে মনের কোণেবাঁধলো কেউ এক বাসা,যার কারণে ভাঙে গড়েশেষ না হওয়া আশা।
আমার তো এই একটাই ভাঙা মনবারবার তার জোড়া দিলেওহয়না আর তেমন।
আমার রাগটা গাঢ় মলিন করি মুখকি প্রয়োজন তোমার পাওয়ানামহীন কোনো সুখ।
এখন ঘুম কোথায় পাইআমার সেই ঘুমপাড়ানি অপরাধিটাই নাই,আমি কার কাছে নিই একটুখানি ঠাঁইধুলো জমা এই শহরে প্রিয় মেয়েটাই নাই।
তাই কতদিন হয় আগের মতোইস্কুল পলাই না,পুরান আইডির ব্লক লিস্টের খবরও লই না।
তুমি কাঁদলে পরে হারায় যাবোসে অভ্যেসও নাই,আমি টিফিনেরও টাকাতে আরআবেগ কিনি নাই।
তোরে বাইকের ব্যাক সিটে বসায়শহর দেখাই না,তোর আমারে লইয়া বাসায়বিচার আসে না। আমি মায়ায় পড়বো ভাইবাকেউ আর কাজল আঁকে না,রাত্রি হারায় বোবা মোবাইলকথা বলে না। - [২ বার]
তোমরা দেখতে পেলে বইলো তারেতার জন্য মন কান্না করে। তোমরা দেখতে পেলে বইলো তারেতার জন্য মন কান্না করে সময় বেরঙিন।
আমার ঘুম ভেঙে গেলে মনের বালিশভেজে প্রতিদিন। - [২ বার]
তাই কতদিন হয় আগের মতোইস্কুল পলাই না,পুরান আইডির ব্লক লিস্টের খবরও লই না।তুমি কাঁদলে পরে হারায় যাবোসে অভ্যেসও নাই,আমি টিফিনেরও টাকাতে আরআবেগ কিনি নাই।
হায়রে কতদিন হয় আগের মতোইস্কুল পলাই না,পুরান আইডির ব্লক লিস্টের খবরও লই না।
হায়রে কতদিন আমি জোনাক পোকারগানও শুনিনা,কতদিন আমার মায়াবতীরমুখটা দেখিনা।
][ সমাপ্ত ][
দিনে দিনে মনের কোণে
বাঁধলো কেউ এক বাসা,
যার কারণে ভাঙে গড়ে
শেষ না হওয়া আশা।
আমার তো এই একটাই ভাঙা মন
বারবার তার জোড়া দিলেও
হয়না আর তেমন।
আমার রাগটা গাঢ় মলিন করি মুখ
কি প্রয়োজন তোমার পাওয়া
নামহীন কোনো সুখ।
এখন ঘুম কোথায় পাই
আমার সেই ঘুমপাড়ানি অপরাধিটাই নাই,
আমি কার কাছে নিই একটুখানি ঠাঁই
ধুলো জমা এই শহরে প্রিয় মেয়েটাই নাই।
তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরান আইডির ব্লক লিস্টের
খবরও লই না।
তুমি কাঁদলে পরে হারায় যাবো
সে অভ্যেসও নাই,
আমি টিফিনেরও টাকাতে আর
আবেগ কিনি নাই।
তোরে বাইকের ব্যাক সিটে বসায়
শহর দেখাই না,
তোর আমারে লইয়া বাসায়
বিচার আসে না।
আমি মায়ায় পড়বো ভাইবা
কেউ আর কাজল আঁকে না,
রাত্রি হারায় বোবা মোবাইল
কথা বলে না। - [২ বার]
তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে।
তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে
সময় বেরঙিন।
আমার ঘুম ভেঙে গেলে মনের বালিশ
ভেজে প্রতিদিন। - [২ বার]
তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরান আইডির ব্লক লিস্টের
খবরও লই না।
তুমি কাঁদলে পরে হারায় যাবো
সে অভ্যেসও নাই,
আমি টিফিনেরও টাকাতে আর
আবেগ কিনি নাই।
হায়রে কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরান আইডির ব্লক লিস্টের
খবরও লই না।
হায়রে কতদিন আমি জোনাক পোকার
গানও শুনিনা,
কতদিন আমার মায়াবতীর
মুখটা দেখিনা।
Kanna (কান্না) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box