Ek Somadhi Bebodhan (এক সমাধি ব্যবধান) Lyrics - F A Sumon
![]() |
EK SOMADHI BEBODHAN (এক সমাধি ব্যবধান) : 'Ek Somadhi Bebodhan' is a bangali song. The singer of the song is F A Sumon. Lyricist of the song is Shafiq Tuhin. The song is composed by Sai. The song is available in the Multisourcing Ltd youtube channel.
SONG CREDITS -
■ Song: Ek Somadhi Bebodhan - এক সমাধি ব্যবধান■ Singer: F A Sumon■ Lyricist: Shafiq Tuhin■ Music Composer: Sai■ Label: Multisourcing Ltd■ Release Date : July 18, 2020
Ek Somadhi Bebodhan (এক সমাধি ব্যবধান) FULL VIDEO SONG
EK SOMADHI BEBODHAN (এক সমাধি ব্যবধান) SONG LYRICS IN BANGLA
একটু একটু করে অল্প শেষ হয়ে গেলো গল্প। ডাকে মন ফিরে ফিরে এ কি পিছুটান!
ভালবেসে আমি তো কখনওচাইনি কোন প্রতিদান, দুই জীবনে তবু কেনএক সমাধি ব্যবধান?
ভালোবাসা চেয়ে আমি করেছি কি ভুল,ছিল সব চাওয়া পাওয়া কাগজেরই ফুল।
বুক জুড়ে ভিড় করে প্রশ্নহীন অভিমান। সুখেরই স্বপ্নগুলো হলো অবসান।
ভালবেসে আমি তো কখনওচাইনি কোন প্রতিদান, দুই জীবনে তবু কেনএক সমাধি ব্যবধান?
মুঠো মুঠো অনুভূতি ভাঙ্গা আয়না, ভুলে যেতে চেয়ে কভু ভোলা যায় না।
কত স্মৃতি কত কথাডাকে আমায় ইশারায় কেন তুমি হারিয়ে গেলে? কিসের এত অভিমান?
ভালবেসে আমি তো কখনওচাইনি কোন প্রতিদান, দুই জীবনে তবু কেনএক সমাধি ব্যবধান?
একটু একটু করে অল্প শেষ হয়ে গেলো গল্প। ডাকে মন ফিরে ফিরে এ কি পিছুটান!
ভালবেসে আমি তো কখনওচাইনি কোন প্রতিদান, দুই জীবনে তবু কেনএক সমাধি ব্যবধান? – [২ বার]
][ সমাপ্ত ][
একটু একটু করে অল্প
শেষ হয়ে গেলো গল্প।
ডাকে মন ফিরে ফিরে
এ কি পিছুটান!
ভালবেসে আমি তো কখনও
চাইনি কোন প্রতিদান,
দুই জীবনে তবু কেন
এক সমাধি ব্যবধান?
ভালোবাসা চেয়ে আমি
করেছি কি ভুল,
ছিল সব চাওয়া পাওয়া
কাগজেরই ফুল।
বুক জুড়ে ভিড় করে
প্রশ্নহীন অভিমান।
সুখেরই স্বপ্নগুলো
হলো অবসান।
ভালবেসে আমি তো কখনও
চাইনি কোন প্রতিদান,
দুই জীবনে তবু কেন
এক সমাধি ব্যবধান?
মুঠো মুঠো অনুভূতি
ভাঙ্গা আয়না,
ভুলে যেতে চেয়ে কভু
ভোলা যায় না।
কত স্মৃতি কত কথা
ডাকে আমায় ইশারায়
কেন তুমি হারিয়ে গেলে?
কিসের এত অভিমান?
ভালবেসে আমি তো কখনও
চাইনি কোন প্রতিদান,
দুই জীবনে তবু কেন
এক সমাধি ব্যবধান?
একটু একটু করে অল্প
শেষ হয়ে গেলো গল্প।
ডাকে মন ফিরে ফিরে
এ কি পিছুটান!
ভালবেসে আমি তো কখনও
চাইনি কোন প্রতিদান,
দুই জীবনে তবু কেন
এক সমাধি ব্যবধান? – [২ বার]
Ek Somadhi Bebodhan (এক সমাধি ব্যবধান) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box