Neshar Bojha (নেশার বোঝা) Lyrics - Popeye



NESHAR BOJHA (নেশার বোঝা) : 'Neshar bojha' is a bangali song. The vocalist of the song is Popeye. Tune & Lyrics is also by Popeye.






SONG CREDITS - 

■ Song: Neshar Bojha  - নেশার বোঝা 
■ Vocalist: Popeye
Lyrics: Popeye
■ Produced by : GP MUSIC
■ Label: Agniveena
■ Release Date : Unknown 


Neshar Bojha  (নেশার বোঝা) FULL VIDEO SONG





NESHAR BOJHA (নেশার বোঝা)  SONG LYRICS IN BANGLA


স্বপ্ন দেখার খোলা চোখে
হয়না সাহস আর মনে,
করি না কিছু পাওয়ার আশা
ব্যার্থ আমার প্রার্থনারা।

আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয়, যেন আমার
দেখা হলনা আলো, সুধায় অন্ধকার

কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো। 

তাই আমি, বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বরষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি।

ফেরা হলো না ঘরে,
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরই মাঝে,
পেছনে তাকিয়ে ফিরে আবার। 
হেঁটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজও জানিনা কিসেরি পিছু,
সাথী রয়, কষ্ট আমার
সে নেয় না তো বিদায়,
দেয় নাতো বিদায়। 
নেয় নাতো বিদায়।


আমি মিথ্যে বলেছি
কতো মিথ্যে বলেছি নিজেকে। 
এক রূপকথার মত
বদলে যাবে এই জীবন শেষে।

আজ আমি ছন্নছাড়া
আমি এক দিশেহারা, 
লুকিয়ে মরি। 
জানবে না, এ নেশার মায়া
কত যে বড় বোঝা, 
কত যে বোঝা। 
নেশার মায়া, কত যে বোঝা।  
নেশার মায়া, কত যে বোঝা।  – [৩ বার]
নেশার মায়া... 


][ সমাপ্ত ][ 


Neshar Bojha  (নেশার বোঝা) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.