Maula Re ( মউলা রে ) Bangla Lyrics - Chaamp | Arijit Singh | Bengali Song Lyrics
MAULA RE (CHAAMP) FULL MP3 SONG LYRICS IN BANGLA :
মাউলা রে ( অরিজিৎ সিংহ ) লিরিক্স |
MAULA RE LYRICS From CHAAMP : Presenting '' Maula Re '' Bengali Song Lyrics in Bangla.This song is Sung By Arijit Singh and Lyrics planned By Anindya Chattopadhyay.This is a track from the Movie CHAAMP.
SONG CREDITS :
Song Name: Maula Re
Movie Name: Chaamp
Singer: Arijit Singh
Composer: Jeet Gannguli
Lyricist: Anindya Chattopadhyay
][ MAULA RE ( CHAAMP ) BENGALI SONG LYRICS IN BANGLA ][
ভাঙা-চোরা কষ্ট গুলো
হঠাৎ ভীর করে আসে ,
একা একা কান্না গুলো
আজ দেখি তারি পাশেই । - [ ২ বার ]
কে চোলে যায়
কি বলে যায় ,
যে ফিরে যায়
তাকে স্বপ্ন বলে যায় ।
মউলা রে, তুই যাস না ফিরে
মউলা রে , তুই যাস না ফিরে
মউলা রে , তুই যাস না ফিরে
মউলা রে , তুই যাস না ফিরে - [ ২ বার ]
যদি আসে অন্ধকার
সব জানালা বন্ধ-দ্বার ,
অন্ধকার , আলো নেই ।
কোথায় পাবো সে জীবন
হারিয়ে যাওয়া আপন জন
এই জীবন ভালো নেই ।
এলো-মেলো কান্না গুলো
তোমাকে ভুল করে ছুলো ,
চুপি চুপি কষ্ট গুলো
ভুলেছে স্মৃতির ধুলো ।
কে চোলে যায়
কি বলে যায় ,
যে ফিরে যায়
তাকে স্বপ্ন বলে যায় ।
মউলা রে, রে তুই যাস না ফিরে
মউলা রে, তুই যাস না ফিরে
মউলা রে, তুই যাস না ফিরে
মউলা রে, তুই যাস না ফিরে । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।