Koto Kichu Baki ( কত কিছু বাকি ) Lyrics - Miftah Zaman | Forever ( Drama )
KOTO KICHU BAKI FULL MP3 SONG LYRICS IN BANGLA :
কত কিছু বাকি ( মিফতাহ জামান ) লিরিক্স |
KOTO KICHU BAKI LYRICS By Miftah Zaman : Presenting '' Koto Kichu Baki '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By Miftah Zaman and Lyrics plnned By Shomeshwar Oli & Composed By Sajid Sarkar. This is a track from The Drama FOREVER featuring Mithila and Apurba.
SONG CREDITS :
Song : Koto Kichu Baki
Singer : Miftah Zaman
Lyric : Shomeshwar Oli
Tune & Music : Sajid Sarker
Drama : Forever
Cast : Mithila & Apurba
Director : Mizanur Rahman Aryan
][ KOTO KICHU BAKI BENGALI SONG LYRICS IN BANGLA ][
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
তোমার সাথে ফুল কুড়নোর কথা ,
নিশুথি রাতে জোছনা পোহানোর কথা ,
তোমায় নিয়ে পাহাড় ছোঁয়ার কথা ,
সাগর জলে পা ডোবানোর কথা ।
কত কিছু কত ভাবে , এভাবে স্বভাবে
পেলে পুষে রাখি ।
তোমার সাথে হাজার বসন্ত
বেঁচে থাকা বাকি ,
কত কিছু তবু কত কিছু
রয়ে যাবে বাকি । - [ ২ বার ]
খুব সাধারন তবু অসামান্য লাগতে পারি
একটু হাসি তোমার ঠোটের কিনারে
দেখি... বারে বারে ।
কিছুটা অভিমান মুঠো খুলে আজ ছড়ালে,
কোথায় পাবো আমি আর কি সে জড়ালে ।
তোমায় নিয়ে চুপটি বসে থাকা ... ,
আগুনে ফাগুনে ছুঁয়ে দেখা ... ।
কত কিছু কত ভাবে , এভাবে স্বভাবে
পেলে পুষে রাখি ।
তোমার সাথে হাজার বসন্ত
বেঁচে থাকা বাকি ,
কত কিছু তবু কত কিছু
রয়ে যাবে বাকি । - [ ২ বার ]
তোমার সাথে ফুল কুড়নোর কথা ,
নিশুথি রাতে জোছনা পোহানোর কথা ,
তোমায় নিয়ে পাহাড় ছোঁয়ার কথা ,
সাগর জলে পা ডোবানোর কথা ।
কত কিছু কত ভাবে , এভাবে স্বভাবে
পেলে পুষে রাখি ।
তোমার সাথে হাজার বসন্ত
বেঁচে থাকা বাকি ,
কত কিছু তবু কত কিছু
রয়ে যাবে বাকি । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।