Ke Tomake Bashbe Bhalo (কে তোমাকে বাসবে ভালো) Lyrics - Adverb


Ke Tomake Bashbe Bhalo (কে তোমাকে বাসবে ভালো) Lyrics - Adverb

KE TOMAKE BASHBE BHALO (কে তোমাকে বাসবে ভালো) : 'Ke Tomake Bashbe Bhalo' is a bangali band song from the band ADVERB. The vocalist of the song is Pranto williwaw. The song is from the album Purbapor. This wonderful track is available in the youtube channel named ADVERB INFOTAINMENT



SONG CREDITS - 

■ Song: Ke Tomake Bashbe Bhalo - কে তোমাকে বাসবে ভালো
■ Band: Adverb
■ Vocalist: Pranto williwaw
■ Album : Purbapor
■ Music:  Adverb 
■ Label: ADVERB INFOTAINMENT
■ Release Date : Feb 12, 2020


Ke Tomake Bashbe Bhalo (কে তোমাকে বাসবে ভালো) FULL VIDEO SONG





KE TOMAKE BASHBE BHALO (কে তোমাকে বাসবে ভালো) SONG LYRICS IN BANGLA


কে তোমাকে
রাখবে ধরে অধরে
অমন করে কে তোমায়
বুঝতে জানে?

কে তোমার এই
আঁধারে জ্বালবে আলো,
অমন করে কে শেখায়
বাঁচার মানে?

আমার মতো কোথায় পাবে
কে তোমাকে অমন করে 
বাসবে ভালো ? - [২ বার]


কতশত চোখের জল
গাঁটবাধা অভিযোগ অনল,
সরে যাক, যাক ঝরে যাক বেসুরে
আগের মতোন।

অবিরত ব্যথার দল
খুঁজে ফেরে তোমায় অতল,
সরে যাক, যাক ঝরে যাক বেসুরে
আগের মতন।

আর এভাবে কত 
অভিমানে যাবে পুড়ে
আর এভাবে কত 
আমাকে রাখবে দূরে। - [২ বার]

আমার মতো কোথায় পাবে
কে তোমাকে অমন করে 
বাসবে ভালো। - [২ বার] 

আমার মতো কোথায় পাবে
কে তোমাকে 
বাসবে ভালো।

][ সমাপ্ত ][ 


Ke Tomake Bashbe Bhalo (কে তোমাকে বাসবে ভালো) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.