Eka Beche Thakte Shekho Prio (একা বেঁচে থাকতে শেখো প্রিয়) Lyrics - Aseer Arman


EKA BECHE THAKTE SHEKHO PRIO (একা বেঁচে থাকতে শেখো প্রিয়) - "Eka Beche Thakte Shekho Prio" is a bengali song Sung by Aseer Arman.  Lyrics by Aseer Arman . This song is also available on the youtube channel Imagine Radio



SONG CREDITS - 

■ Song: Meghomala  - মেঘমালা
■ Singer: Aseer Arman
■ Lyrics : Aseer Arman
■ Music:  Aseer Arman
■ Label: 
Imagine Radio
■ Release Date : Nov 07, 2019



Eka Beche Thakte Shekho Prio (একা বেঁচে থাকতে শেখো প্রিয়) FULL VIDEO SONG





EKA BECHE THAKTE SHEKHO PRIO (একা বেঁচে থাকতে শেখো প্রিয়) SONG LYRICS IN BANGLA


একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তাঁরার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁবো সাদা শাড়ি ?

আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয়,
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ?

তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তাঁরার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁব সাদা শাড়ি ?

আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো,
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ?

তোমার মনের গতি... 
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি,
আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি। -[২ বার]

টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে
এখন ইস্টিশনে বেজায় অন্ধকার।

তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তাঁরার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁবো সাদা শাড়ি ?

আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয়,
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ?

তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তাঁরার মাজারে।

][ সমাপ্ত ][ 


Eka Beche Thakte Shekho Prio (একা বেঁচে থাকতে শেখো প্রিয়) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.