Hate Rekhe Hat ( হাতে রেখে হাত ) Lyrics - Tahsin Ahmed | Bengali Song Lyrics
HATE REKHE HAT BY TAHSIN MP3 SONG LYRICS IN BANGLA :
![]() |
হাতে রেখে হাত ( তাহসিন ) লিরিক্স |
HATE REKHE HAT LYRICS BY TAHSIN : Presenting '' Hate Rekhe Hat '' Bengali Song Lyrics in Bangla.This Song is sung By Tahsin Ahmed And Lyrics planned by Sirajum Munir.This is the Title Track Of a Drama Featuring Apurba & Zakia Bari Momo.
SONG CREDITS :
Song : Hate Rekhe Hat
Singer : Tahsin Ahmed
Lyric : Sirajum Munir
Tune & Music : Tahsin Ahmed
Drama : Hate Rekhe Hat
Cast : Apurba & Zakia Bari Momo
Director : Mizanur Rahman Aryan
][ HATE REKHE HAT BENGALI SONG LYRICS IN BANGLA ][
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
জানা নেই কখন , কিভাবে ,
ডুবেছি ... তোমাতে এভাবে ।
কিছু কথা... মনের ভাঁজে ,
আনমনে লুকিয়ে আছে ।
আঙুল ছুঁয়ে দেবার বাহানায় ,
অনুভুতি গুলো ছুঁয়ে দেবো ।
হাতে রেখে হাত তোমায় ,
আরো আপন করে নেবো ।
জানা নেই কখন , কিভাবে ,
ডুবেছি ... তোমাতে এভাবে ।
কিছু কথা... মনের ভাঁজে ,
আনমনে লুকিয়ে আছে ।
তোমায় ভেবে ... ,
সেই গল্প কবিতার আরালে
ভালোবাসায় মিশে রবে... ।
আঙুল ছুঁয়ে দেবার বাহানায় ,
অনুভুতি গুলো ছুঁয়ে দেবো ।
হাতে রেখে হাত তোমায় ,
আরো আপন করে নেবো ।
জড়িয়ে তোমায় প্রতিটি ভোরে ,
আধ আলোয় ঘুমের ঘোরে ,
কিছু নালিস মাখা আদরে ,
জেগে রবো প্রেমের শহরে ... ।
আঙুল ছুঁয়ে দেবার বাহানায় ,
অনুভুতি গুলো ছুঁয়ে দেবো ।
হাতে রেখে হাত তোমায় ,
আরো আপন করে নেবো । - [ ২ বার ]
অনুভুতি গুলো ছুঁয়ে দেবো ।
হাতে রেখে হাত তোমায় ,
আরো আপন করে নেবো । - [ ২ বার ]
জানা নেই কখন , কিভাবে ।
][ সমাপ্ত ][
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।