Dure Hariye ( দূরে হারিয়ে ) Lyrics - Minar Rahman | Batch 27 ( Drama )
DURE HARIYE BY MINAR FULL MP3 SONG LYRICS IN BANGLA :
দূরে হারিয়ে ( মিনার রহমান ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Durey Hariye
Singer : Minar Rahman
Lyric : Minar Rahman
Tune & Music : Sajid Sarker
Telefilm : Batch 27
[ DURE HARIYE BY MINAR OFFICIAL MUSIC VIDEO ]
][ DURE HARIYE BY MINAR BENGALI SONG LYRICS IN BANGLA ][
কখনো দুচোখ জুড়ে তাকিয়ে থেকে
কখনো মায়ার বাঁধনে জড়িয়ে ,
ঘুম হয়ে , পিছু টান হয়ে ,
শুধু তুমিই তো ছিলে ... ।
পথের প্রান্তে গাওয়া গান গুলো আর
পুরনো খাতায় লেখা লাইন গুলো ,
নিল হয়ে , অবনীল হয়ে ,
শুধু তোমাকেই খোঁজে ... ।
জানিনা কোথায় তুমি... ,
কেন যে দূরে হারিয়ে... ,
কেন যে আছো লুকিয়ে ... ,
আজো আছি তোমারই হয়ে ... । - [ ২ বার ]
যদি কখনো আবার হয় দেখা,
যদি পথ দুটো না হয় একা ,
তবে রোজ রাতে আমি তারা হয়ে ,
জ্বলবো তোমার ইশারায়... ।
জানা অজানার মাঝে ভুল হয়ে ,
কোন উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে ,
সুর হয়ে , কবিতা হয়ে ,
শুধু তোমাকেই খুঁজি ... ।
জানিনা কোথায় তুমি... ,
কেন যে দূরে হারিয়ে... ,
কেন যে আছো লুকিয়ে ... ,
আজো আছি তোমারই হয়ে ... । - [ ৩ বার ]
][ সমাপ্ত ][
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।