Rongin Sutor Valobashay ( রঙিন সুতোর ভালবাসায় ) Lyrics - TAHSAN | Priyo Nitu ( Drama )

RONGIN SUTOR VALOBASHAY BY TAHSAN MP3 SONG LYRICS IN BANGLA : 

rongin-sutor-valobashay-by-tahsan-mp3-song-lyrics-in-bangla
রঙিন সুতোর ভালবাসায় ( তাহসান ) লিরিক্স 

RONGIN SUTOR VALOBASHAY LYRICS BY TAHSAN KHAN : Presenting '' Rongin Sutor Valobashay '' Bengali Song Lyrics in Bangla.This Song is sung By Tahsan Khan and Lyrics planned By Mizanur Rahman Aryan & Music Composed By Sajid Sarkar.




SONG CREDITS :

Song : Rongin Sutar Valobashay
Singer : Tahsan
Lyric : Mizanur Rahman Aryan
Tune : Sajid Sarker
Music : Sajid Sarker
Drama : Priyo Nitu



][ RONGIN SUTOR VALOBASHAY FULL SONG LYRICS IN BANGLA ][ 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

দেখেছো তুমি মেঘের ছায়ায় ,
দেখনি চিলে কোঠার জানালায় ,
ডাকছে তোমার আলো ।

ভেবেছো তুমি ভুল সবই ,
ভাবনি আছে তোমার কেউ
যে বাসবে তোমায় ভালো ।

আসবে কাছে আলো ,
বাসবে তোমায় ভালো,
এমন করে রাখবে তোমায় আলোয় ।

চল জীবন বাঁধি নতুন করে ,
রঙিন সুতোর ভালবাসায়।
এই রাতের তারা ভোরের আলোয় ,
দেখি নতুন ... আশায় ।
ভালবাসায় ... ।

জেগেছো কত রাত নিরঘুম ,
দেখনি বেলকোনিতে জেগে থাকা
ঐ বিশাল আকাশ  ।

হেটেছো অজানা পথে তুমি ,
বোঝোনি তখন গায়ে লাগা সেই
দখিনা বাতাস ।

আসবে নেবে আকাশ ,
যাবে ছুঁয়ে বাতাস ,
কেটে যাবে সব দীর্ঘশ্বাস ।


চল জীবন বাঁধি নতুন করে ,
রঙিন সুতোর ভালবাসায়।
এই রাতের তারা ভোরের আলোয় ,
দেখি নতুন ... আশায় ।
ভালবাসায় ... ।


দেখেছো তুমি মেঘের ছায়ায় ,
দেখনি চিলে কোঠার জানালায় ,
ডাকছে তোমার আলো ।

ভেবেছো তুমি ভুল সবই ,
ভাবনি আছে তোমার কেউ
যে বাসবে তোমায় ভালো ।


আসবে কাছে আলো ,
বাসবে তোমায় ভালো,
এমন করে রাখবে তোমায় আলোয় ।

চল জীবন বাঁধি নতুন করে ,
রঙিন সুতোর ভালবাসায়।
এই রাতের তারা ভোরের আলোয় ,
দেখি নতুন ... আশায় ।
ভালবাসায় ... ।

][ সমাপ্ত ][


::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 
Blogger দ্বারা পরিচালিত.