Jabo Niye ( যাবো নিয়ে ) Bangla Lyrics - Nabab | Ankit Tiwari
JABO NIYE ( NABAB ) FULL MP3 SONG LYRICS IN BANGLA :
যাবো নিয়ে ( নবাব ) লিরিক্স |
JABO NIYE LYRICS From NABAB : Presenting '' JABO NIYE '' Bengali Romantic Song Lyrics In Bangla.This song is sung By Ankit Tiwari and Lyrics planned By Prasen.This is a track from the Movie NABAB Featuring Shakib Khan and Subhasree Ganguly.
SONG CREDITS :
Song : Jabo Niye
Singer : Ankit Tiwari & Madhura
Lyrics : Prasen
Music : Savvy
Movie : Nabab
Release Date : 10 - 06 - 2017
[ JABO NIYE FULL OFFICIAL VIDEO SONG ]
][ JABO NIYE From NABAB BENGALI ROMANTIC SONG LYRICS IN BANGLA ][
যাবো নিয়ে তোকে দূরে,
তোরই চোখে , ডুবে যাবো
ডুবুক আবার ।
ভালোবাসা , তোকে ঘিরে
তোকে নিয়ে স্বপ্নরা এই যে আমার ,
তুই জীবন আমার , তুই আমার পৃথিবী
তোকে ছাড়া যে হায় অসহায় ।
যাবো নিয়ে তোকে দূরে,
তোরই চোখে , ডুবে যাবো
ডুবুক আবার ।
অজানা অচেনা , কত ইচ্ছেরা
ডাকে আমায়, কাছে আয় ।
কল্পনা আনমনা , কত স্বপ্নরা,
চুপি চুপি ডাকে , এই আমায় ।
তুই জীবন আমার , তুই আমার পৃথিবী
তোকে ছাড়া যে হায় অসহায় ।
যাবো নিয়ে তোকে দূরে,
তোরই চোখে , ডুবে যাবো
ডুবুক আবার ।
তোর গালে ঠোট রেখে ,
আয় প্রেম দি লিখে ,
সোহাগে , চাদরে দি ঢেকে ।
বেশামাল , টালমাটাল ,
এই মনটা আমার ,
শুধুই তোকে আজ ডাক পাঠায় ।
তুই জীবন আমার , তুই আমার পৃথিবী
তোকে ছাড়া যে হায় অসহায় ।
যাবো নিয়ে তোকে দূরে,
তোরই চোখে , ডুবে যাবো
ডুবুক আবার ।
][ সমাপ্ত ][
::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।