TOBU DANA MELE ( তবু ডানা মেলে ) LYRICS - APURBA | ICHHE TAI ( Drama )

TOBU DANA MELE BY APURBA FULL MP3 SONG LYRICS IN BANGLA : 

tobu-dana-mele-by-apurba-bangla-song-lyrics
তবু ডানা মেলে ( অপূর্ব ) লিরিক্স 

TOBU DANA MELE LYRICS BY APURBA : Presenting '' Tobu Dana Mele '' Bengali Romantic Sad song lyrics in Bangla.This song is sung By Famous actor APURBA & Lyrics planned By Anwar Hossain Ador While the Music is Composed By Sajid Sarker.This is a Open Source Track ( OST ) Of Drama '' ICHHE TAI '' Featuring Apurba and Jenny.





SONG CREDITS :

Song Name: Tobu Dana Mele
Vocal : Ziaul Faruq Apurba
Lyrics : Anwar Hossain Ador
Tune & Music : Sajid Sarker
Original Soundtrack : Ichhe Tai
Label : Gaanchill Music
Promotion Partner : Qinetic Network

[ TOBU DANA MELE BY APURBA FULL MUSIC VIDEO ]



][ TOBU DANA MELE FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

চোখ দুটো বুজে, পিছু ফিরে তাকালে,
খুব কাছে সবই যেন পাই।  
হার না মানা সময়,
পাশে ছায়া হয়ে রয়, 
আমার পৃথিবী পুরোটাই । 

তবু ডানা মেলে উড়তে শেখায় নেই মানা, 
এই আকাশ বুকে বাড়তে থাকে সীমানা । - [ ২ বার ] 

যত পিছু টান, হারিয়েছে কোথায়? 
কাছে থেকেও ফুরিয়ে যাবার ভয় ।
এইতো আজও, রাতের কাছে,
 জমা রাখা অভিমান পরাজয় । 

তবু ডানা মেলে উড়তে শেখায় নেই মানা, 
এই আকাশ বুকে বাড়তে থাকে সীমানা । - [ ২ বার ] 

ভুলে যাওয়া কেন নয় সহজ ? 
কি যে খুঁজে ফেরা স্মৃতির পাতায় । 
দিশেহারা মনে কি শূন্যতা , 
ডুবে থাকা শুধু , পুরনো কথায়   

তবু ডানা মেলে উড়তে শেখায় নেই মানা, 
এই আকাশ বুকে বাড়তে থাকে সীমানা । - [ ৪  বার ]  

][ সমাপ্ত ][ 



বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.