Charidikey ( চারিদিকে ) Lyrics - Recall | Oporajito ( 2017 )
CHARIDIKEY BY RECALL FULL MP3 SONG LYRICS IN BANGLA :
চারিদিকে ( রি-কল ) লিরিক্স |
CHARIDIKEY LYRICS BY RECALL : Presenting '' Charikey '' Bengali Song Lyrics in Bangla.This song is Performed by Bangladeshi Band RECALL.This is a track from the Album Oporajito ( 2017 ).
SONG CREDITS :
Song Name: Charidikey
Band : Recall
Album : Oporajito ( 2017 )
Release Date : Aug 21, 2017
[ CHARIDIKEY FULL OFFICIAL LYRICAL MUSIC VIDEO ]
][ CHARIDIKEY BY RECALL BENGALI SONG LYRICS IN BANGLA ][
চারিদিকে ,
যেন এক স্বপ্ন ঘোর ।
তোমার আমার ভালবাসার খবর,
কি যেন কি আছে লেখা
আধো আলো-ছায়ায় ডোবা, এই প্রহর ।
তোমাতেই মন মিলে মিশে একাকার... ।
কতোগুলো ভোর তোমার সাথে দেখা,
তোমায় ভেবে লেখা কোন কবিতায় ।
আমার শিহরণেও তোমাকেই পাওয়া,
তোমার স্পর্শে হারিয়ে গেছি।
তোমার আমার সুরে,
অপার এই মন ঘুরে,
দূরে আবার নতুন করে
নিভৃত সব ইচ্ছেগুলো
তোর কামনায় পুড়ে ।
][ সমাপ্ত ][
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।