Alo Nei Alote ( আলো নেই আলোতে ) Lyrics - Minar Rahman | Bengali Song Lyrics

ALO NEI ALOTE BY MINAR FULL MP3 SONG LYRICS IN BANGLA : 

alo-nei-alote-by-minar-lyrics-in-bangla
আলো নেই আলোতে ( মিনার ) লিরিক্স 
ALO NEI ALOTE LYRICS BY MINAR : Presenting '' Alo Nei Alote '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By Minar Rahman and Lyrics planned By Omar Farook Bishal.







SONG CREDITS : 

Song: Alo Nei Alote
Singer: Minar Rahman
Lyrics: Omar Farook Bishal
Composition & Music: Nabid Salehin Niloy
Label: Soundtek
Online Partner: POD


][ ALO NEI ALOTE FULL SONG LYRICS BY MINAR RAHMAN ][

তুমি নেই , আমি এই , ভালো নেই ,
ভালো নেই ভালোতে ।
তুমি নেই , আছে সব , কিছু নেই
আলো নেই আলোতে ।

আলো কি ভালো কি
জানি না জানো কি ?
তুমিহীন , নিশিদিন , প্রতিদিন
লাগে সবই বড্ড মিছে ।

বুঝলে না , খোজলে না , মন চোখে
আছি তব আগ-পিছে  ।


তুমি নেই , আমি এই , ভালো নেই ,
ভালো নেই ভালোতে ।
তুমি নেই , আছে সব , কিছু নেই
আলো নেই আলোতে ।


নিঝুম রাতে , নির্বাক কাঁদে
একাকী নিশচুপ নিরবতা ।
আমিও হেসে অশ্রু লুকায়
সঙ্গী এখন নিঃসঙ্গতা ।

হাসিতেই কেঁদে যায়
কেউ নেই টের পায় ,
তোমাতে , আমাতে , মাখনি
আঁকনি জীবন ছবিতে ।

ভাববো কি , কাব্যতে , তুমিহীন
নেই ভাষা এই কবিতে ।

তুমি নেই , আমি এই , ভালো নেই ,
ভালো নেই ভালোতে ।
তুমি নেই , আছে সব , কিছু নেই
আলো নেই আলোতে ।


][ সমাপ্ত ][

::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 



এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 



Blogger দ্বারা পরিচালিত.