MOMBATI LYRICS (মোমবাতি) - Mohon Sharif | Komola Rocket (2018)
![]() |
মোমবাতি লিরিক্স (কমলা রকেট) |
Mombati Song Lyrics By Mohon Sharif from Komola Rocket (2018)
MOMBATI SONG LYRICS BANGLA - Mombati Song Lyrics, Sung by Mohon Sharif and also Lyrics penned, Composed by Mohon Sharif. This is track from 2018 Bangladeshi critically acclaimed film, Komola Rocket featuring Tauquir Ahmed, Mosharraf Karim, Joy Raj, Samia Said, Fariha Shams Sheuti and Dominic Gomes in the lead roles.
Credits -
- Song : Mombati
- Singer : Mohon Sharif
- Lyrics - Mohon Sharif
- Music - Mohon Sharif
- Film - Komola Rocket (2018) (Available on Netflix)
- Label : Impress Telefilm Limited , Netflix
- Release Date : 2018
MOMBATI FULL OFFICIAL MUSIC VIDEO
MOMBATI SONG LYRICS MOHON SHARIF
অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে,
অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে,
অন্যের জন্য...
ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে,
বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে
বলো ছিড়ে,
আনো না হলে যাবো ছেড়ে।
কোনো সাড়া ছারা দরজার হাতল চেপে,
চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে
বলো যাবে?
নাকি নিয়ে যাবো তাকে সাথে?
খপ করে আমার হাতটা ধরে,
নিজের কাছে টেনে নিতে,
কি বাঁধা হয়ে দাড়িয়েছে?
না দেখে শুনে কিছু জানিয়ে,
নিজে আড়ালে লুকালে,
আমাকে তুমি ডুবালে।
আমি কার পিছে,
নিজের জন্য,
যাবো খেটে?
তোকে বলেছে যেতে কে?
অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে
অন্যের জন্য...
ভুল করে তুমি একটা দিশলা হাতে,
চুলার আগুনটার কাছে যেতে গিয়ে
গেলে পুড়ে,
আমি না হলে জ্বলে যেতে।
যত বাঁধা ছিলো সবকটা ভেঙেচুরে,
কট করে ভাগ্যের উপরে পারা রেখে,
বাক্সটাকে পেলে চুলারই নাগালে।
খপ করে লুফে নিয়ে আগুনে,
নিজে না শুধু, সব কাঠিকে,
ধরিয়ে দিয়ে জ্বালালে।
না ভেবে বুঝে তুমি নিজেকে,
শরীর থেকে ছুটালে,
আমাকে তুমি ডুবালে।
আমি কার পিছে,
নিজের জন্য
যাবো খেটে?
তোকে বলেছে যেতে কে?
অন্যের জন্য
মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে।
অন্যের জন্য...
আমি কার পিছে...
যাবো খেটে...
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box