BRISHTIR GAAN LYRICS (বৃষ্টির গান) - Aditi Chakraborty | Bengali Song 2021
![]() |
বৃষ্টির গান লিরিক্স |
Brishtir Gaan Lyrics by Aditi Chakraborty
BRISHTIR GAAN SONG LYRICS - Presenting, Brishtir Gaan Song Lyrics, Sung by Aditi Chakraborty and also Lyrics penned, Composed by Aditi Chakraborty.
Credits -
- Song : Brishtir Gaan
- Singer : Aditi Chakraborty
- Lyrics - Aditi Chakraborty
- Music - Aditi Chakraborty
- Film -
- Label : Aditi Chakraborty (Pvt. Release)
- Release Date : Jul 8, 2021
BRISHTIR GAAN FULL OFFICIAL MUSIC VIDEO BY ADITI CHAKRABORTY
Brishtir Gaan Song Lyrics Adity Chakraborty Song
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা।
চমকে চমকে দেখি আকাশে আলোর ছটা,
চমকে চমকে দেখি আকাশে আলোর ছটা।
দামামা বাজিয়ে ঐ প্রলয়ের মুখরতা
গুরুগম্ভীর নাদে ধায়।
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা।
শ্রাবনের মেঘ দেখে
ময়ূর সচকিত,
মাতাল গাছের সারি
দোলা দেয় পুলকিত। - [ ২ বার ]
সিক্ত মলিন দেহ কেঁপে ওঠে থর থর,
সিক্ত মলিন দেহ কেঁপে ওঠে থর থর।
দক্ষিনা বাতাস লাগে গায়।
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা,
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা।
আকাশের বুক চিরে বিজলী চমকিত,
সোনালী রুপোলি আলোয়
ছবি আঁকে কতশত। - [ ২ বার ]
হৃদয়ের গহ্বরে বারি ঝরে অবিরত
হৃদয়ের গহ্বরে বারি ঝরে অবিরত,
তাই তো মল্লার গায়।
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা।
চমকে চমকে দেখি আকাশে আলোর ছটা,
চমকে চমকে দেখি আকাশে আলোর ছটা।
দামামা বাজিয়ে ওই প্রলয়ের মুখরতা,
গুরুগম্ভীর নাদে ধায়।
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা,
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা
গুরু গুরু শব্দে... মেঘের ঘনঘটা।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box