BHALO ACHI BHALO THEKO LYRICS - Andrew Kishore & Kanak Chapa
BHALO ACHI BHALO THEKO MP3 SONG LYRICS BY Rudra Mohammad Shahidullah
![]() |
ভালো আছি ভালো থেকো |
SONG CREDITS :
◉ Song : Bhalo Achi Bhalo Theko
◉ Singer : Andrew Kishore & Kanak Chapa
◉ Lyrics : Rudra Mohammad Shahidullah
◉ Music : Ahmed Imtiaz Bulbul
◉ Film : Tomake Chai
◉ Label : Anupam
◉ Release Date : 1996
BHALO ACHI BHALO THEKO FULL SONG
BHALO ACHI BHALO THEKO LYRICS
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালা খানি,
বাউলের এই মনটারে।
ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তোর সুখ।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার নিবিড় চলা,
ভিতরেরই অন্দরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছ তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালা খানি,
বাউলের এই মনটারে।
ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ীর আবডালে ফসলের ধুম।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ীর আবডালে ফসলের ধুম।
তেমনি তোমার নিবিঢ় ছোঁয়া,
গভীরেরই বন্দরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালা খানি,
দিও তোমার মালা খানি,
বাউলের এই মনটারে।
ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
][সমাপ্ত][
ভালো আছি ভালো থেকো গানটি সম্পর্কে কিছু কথাঃ
ভালো আছি ভালো থেকো শিরোনামের এই গানটি মুলত রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ'র তার প্রাক্তন স্ত্রী তসলিমা নাসরিনকে নিয়ে লেখা একটি কবিতা। পরবর্তীতে এটিকে শহীদুল্লাহর স্ত্রী তসলিমা নাসরিনের প্রতি তার লেখা সুইসাইড নোট হিসেবেও গণ্য করা হয়।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"।এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে "রুদ্র স্মৃতি সংসদ" গড়ে উঠেছে ।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box