KENO KORLE EROKOM LYRICS - FOSSILS | Rupam Islam
KENO KORLE EROKOM MP3 SONG LYRICS BY FOSSILS
![]() |
কেন করলে এ রকম |
SONG CREDITS :
◉ Song : Keno Korle Erokom
◉ Singer : Rupam Islam
◉ Lyrics : Fossils
◉ Music : Fossils
◉ Album : Fossils 2
◉ Label : Asha Audio
◉ Release Date : 2004
KENO KORLE EROKOM FULL SONG
KENO KORLE EROKOM LYRICS
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে।
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে।
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে,
ভালোবেসে আমার নিহন্তাকে।
দুঃস্বপ্নে দু'চোখ, শাস্তি যাবজ্জীবন,
কী করে ভুলি রাজকন্যাকে?
কেন করলে এ রকম, বলো,
কেন করলে এ'রকম।
কেন করলে এ রকম, বলো,
কেন করলে এ'রকম।
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে।
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে।
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে,
ভালোবেসে আমার নিহন্তাকে।
কেন করলে এ রকম, বলো,
কেন করলে এ'রকম।
কেন করলে এ রকম, বলো,
কেন করলে এ'রকম।
আজ নকল লাগে
সব সুখের কাহিনী,
দীর্ঘশ্বাস দীর্ঘ যামিনী।
নতুন পরিচয়ে বাড়ে শুধুই গ্লানি,
হাতড়ায় হাত ছুঁতে চায় যাকে চিনি।
উফ! কতদিন তোমাকে দেখিনি,
দেখতেও চাইনা এ'কথা মিথ্যে নয়।
আসলে জীবন বলে সত্যিই কিছু নেই,
জীবন জীবিত থাকার অভিনয়।
কেন করলে এরকম, বলো,
কেন করলে এরকম।
কেন করলে এরকম, বলো,
কেন করলে এরকম। - [ ২ বার ]
কেন করলে এরকম, বলো,
কেন করলে এরকম।
কেন করলে এরকম, বলো।
][সমাপ্ত][
©Asha Audio
বাংলা নতুন সব গানের নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box