KE PROTHOM KACHE ESHECHI LYRICS - Manna Dey & Lata Mangeshkar
KE PROTHOM KACHE ESHECHI MP3 SONG LYRICS BY MANNA DEY & LATA MANGESHKAR
KE PROTHOM KACHE ESHECHI LYRICS - Presenting Ke Prothom Kache Eshechi Song Lyrics, Sung by Manna Dey & Lata Mangeshkar and Lyrics penned by Pulak Banerjee.While the music is composed by Sudhin Dasgupta.This is a track from the 1966 relesed movie, Shankhabela featuring Mahanayak Uttam Kumar.
SONG CREDITS :
◉ Song : Ke Prothom Kache Eshechi
◉ Singer : Manna Dey & Lata Mangeshkar
◉ Lyrics : Pulak Banerjee
◉ Music : Sudhin Dasgupta
◉ Film : Shankhabela
◉ Label : Sa Re Ga Ma India
◉ Release Date : 1966
KE PROTHOM KACHE ESHECHHI FULL SONG ORIGINAL
KE PROTHOM KACHE ESHECHI LYRICS MANNA DEY
কে প্রথম কাছে এসেছি?
কে প্রথম চেয়ে দেখেছি?
কিছুতেই পাই না ভেবে,
কে প্রথম ভালবেসেছি?
তুমি,
না আমি?
কে প্রথম কাছে এসেছি?
কে প্রথম চেয়ে দেখেছি?
কিছুতেই পাই না ভেবে,
কে প্রথম ভালবেসেছি?
তুমি,
না আমি?
ডেকেছি কে আগে?
কে দিয়েছে সাড়া?
কার অনুরাগে,
কে গো দিশাহারা? - [ ২ বার ]
কে প্রথম মন জাগানো
সুখে হেসেছি?
তুমি, না আমি?
কে প্রথম কাছে এসেছি?
কে প্রথম চেয়ে দেখেছি?
কিছুতেই পাই না ভেবে,
কে প্রথম ভালবেসেছি?
তুমি, না আমি?
কে প্রথম কথা দিয়েছি?
দু'জনের এ দু'টি হৃদয়,
একাকার করে নিয়েছি।
শুরু হলো কবে
এত চাওয়া পাওয়া?
একই অনুভবে
একই গান গাওয়া। - [ ২ বার ]
কে প্রথম মন হারানো
স্রোতে ভেসেছি?
তুমি,
না আমি?
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box