Urey Jawa Pakhir Chokhe Lyrics - Ashes
UREY JAWA PAKHIR CHOKHE MP3 SONG LYRICS BY ASHES
![]() |
Urey Jawa Pakhir Chokhe By Ashes |
SONG CREDITS :
◉ Song : Urey Jawa Pakhir Chokhe
◉ Singer : Ashes
◉ Lyrics : Zunayed Evan
◉ Band : Ashes
◉ Label : Ashes (Relesed Pvt. by the Band)
◉ Release Date : Dec 5, 2019
UREY JAWA PAKHIR CHOKHE FULL SONG
UREY JAWA PAKHIR CHOKHE SONG LYRICS
উড়ে যাওয়া পাখির চোখে,
কাজল মুছে গেছে।
অভিমানে, না খেয়ে, ঘুমিয়ে গেছে,
তোমরা কী তারে, বোঝাবা না? - [ ২ বার ]
এত সামান্য বাতাসে,
ঝরে পড়ে গেলে,
কিভাবে দাড়াবে কালবৈশাখে?
এত সামান্য বাতাসে,
ঝরে পড়ে গেলে,
কিভাবে দাড়াবে কালবৈশাখে!
এখনো বাকি আছে,
বোঝাপড়া জীবনের।
পুরনো দিনের খাতায়,
বিপর্যস্ত কবিতা।
নিভে গেলে দিপ্ত শিখা,
আচমকা বাতাসে,
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজে।
এখনো বাকি আছে,
সমঝোতা মরণে,
হারানো দিনের মানুষ,
বিপন্ন অতীতে।
নিভে গেলে দিপ্ত শিখা,
আচমকা বাতাসে,
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজেকে।
এত সামান্য বাতাসে,
ঝরে পড়ে গেলে,
কিভাবে দাড়াবে কালবৈশাখে! - [ ২ বার ]
][সমাপ্ত][
ASHES ব্যান্ডের এই গানটি শুনেছেন কি?
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যান্ত সতর্কতার সাথে প্রকাশ করি যাতে গানের কথার বিকৃত না ঘটে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box