AMI R ASHBONA LYRICS - Abdul Kader Tuhin | Bengali Song 2021
AMI AR ASHBONA MP3 SONG LYRICS BY ABDUL KADER TUHIN
![]() |
Ami Ar Ashbo Na Song By Tuhin |
AMI R ASHBONA LYRICS BY EEMCE MIHAD: Presenting Ami R Ashbona Song Lyrics, Sung and Lyrics penned By Abdul Kader Tuhin and Music composed by Eemce Mihad. While the Assistant Music Composed Shahnewaz Chowdhury Miraz.
SONG CREDITS :
◉ Song : Ami R Asbo Na
◉ Singer : Abdul Kader Tuhin
◉ Lyrics : Abdul Kader Tuhin
◉ Music : Eemce Mihad
◉ Label : Eemce Mihad (Pvt. Relesed)
◉ Release Date : Apr 11, 2021
AMI AR ASHBONA FULL SONG
AMI AR ASHBONA SONG LYRICS
নিবিড় অন্ধকারে স্মৃতির বিচরণ,
ভেবে যায় তোমাকে
নির্লজ্জ এ মন।
কিছু কথা লিখে গেছি,
পুরনো ডায়েরিতে,
পড়ে নিও খুব গোপনে
সময় হয় যখন। - [ ২ বার ]
জানি ভুল ছিলো আমারও,
ক্ষমা করে দিতেই পারো।
বলে গেলে না তুমি কিছুই,
এটাই আক্ষেপ। - [ ২ বার ]
তোমার আঙিনায়,
কোনোদিন করব না,
বিরক্ত তোমায়।
তুমি বুঝবে সেদিন,
আর খুঁজবে আমায়,
যেদিন চলে যাবো,
কোনো দূর অজানায়।
বিরল অবহেলার ভিড়ে,
দুঃখ গুলো অগোচরে।
হয়তো বোঝাতে পারিনি,
ভালোবেসেছি কেমন করে। - [ ২ বার ]
যদি কখনো আবারো,
সব মেনে নিতে পারো,
থাকবো না আর আমি তখন,
থাকবে না বিচ্ছেদ। - [ ২ বার ]
আমি আর আসবো না,
তোমার আঙিনায়,
কোনোদিন করব না,
বিরক্ত তোমায়।
তুমি বুঝবে সেদিন,
আর খুঁজবে আমায়,
যেদিন চলে যাবো,
কোনো দূর অজানায়।
][সমাপ্ত][
তুহিনের গাওয়া এই গানটি শুনেছেন কি?
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যান্ত সতর্কতার সাথে প্রকাশ করি যাতে গানের কথার বিকৃত না ঘটে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box