Bondhu Lyrics - Rupak Tiary | Bengali Romantic Song 2021
BONDHU MP3 SONG LYRICS BY RUPAK TIARY
![]() |
Bondhu Song By Rupak Tiary |
SONG CREDITS :
◉ Song : Bondhu
◉ Singer : Rupak Tiary
◉ Lyrics : Jayanta Roy
◉ Music : Rupak Tiary
◉ Label : Rupak Tiary (Pvt. Relesed)
◉ Release Date : Apr 13, 2021
BONDHU SONG BY RUPAK TIARY
BONDHU BY RUPAK TIARY LYRICS
প্রিয় তোমাকে,
এত ভালোবাসি।
জানি তুমি আজও,
নরম অভিমানী।
আমি তো জলের রঙে,
রোজ স্বপ্ন আঁকি খাতায়।
তোমার চোখের শ্রাবণ ঢাকি,
কোনো বৃষ্টিরঙের ছাতায়।
একসাথে যাবে নাকি
বহুদূর এইপথে। - [ ২ বার ]
মনকেমনের এ জোনাকী,
প্রেম বয়ে আনে তুমি শোনো কি।
জলফরিং-এর কথা বোঝো নি,
কি বলে তোমায় রাজকন্যা?
চোখজুড়ে আমার দেখছো তা,
ভালোবাসা মোড়া এক রাজপ্রাসাদ।
আলো দিয়ে মেখে রাখি স্বপ্নতাজ,
কেন তুমি বোঝোনা?
আমি তো জলের রঙে,
রোজ স্বপ্ন আঁকি খাতায়।
তোমার চোখের শ্রাবণ ঢাকি,
কোনো বৃষ্টিরঙের ছাতায়।
বন্ধু......
......... তোমাকে,
একসাথে......
...... এইপথে।
বন্ধু হবে না কি
যদি বলি তোমাকে,
একসাথে যাবে নাকি
বহুদূর এইপথে।
][সমাপ্ত][
আপনার জন্য আরও কিছু অসাধারন গানঃ
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যন্ত সতর্কতার সাথে প্রকাশ করি। আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের এইটুকু সাহায্য প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box