Mon Munia Lyrics - Habib Wahid | Shono (album)
MON MUNIA MP3 SONG LYRICS BY HABIB WAHID
![]() |
মন মুনিয়া লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Mon Munia
◉ Singer : Habib Wahid
◉ Lyrics : Saki Ahmed
◉ Music : Habib Wahid
◉ Label : Laser Vision
◉ Release Date : Nov 9, 2006
MON MUNIA BY HABIB WAHID FULL SONG
MON MUNIA TOR KACHE KOI LYRICS
মন মুনিয়া তোর কাছে কই,
আমার মনের কথা।
তোর লাগিয়া রাত জেগে রই,
হৃদয় জুড়ে ব্যথা।
তোর তরে হায়,
মন পুড়ে যায়,
তুই সে থাকিস দূরে।
দিন চলে যায় রাতেরও মায়ায়,
আমারও হৃদয় জ্বলে।
মন মুনিয়া তোর কাছে কই,
আমার মনের কথা।
তোর তরে হায়,
মন পুড়ে যায়,
তুই সে থাকিস দূরে।
দিন চলে যায় রাতেরও মায়ায়,
আমারও হৃদয় জ্বলে।
মন মুনিয়া তোর কাছে কই,
আমার মনের কথা।
কোন সে পথে পাব তোরে,
কোন পৃথিবীর আঁধার ঘরে।
কোন সে পথে পাব তোরে,
কোন পৃথিবীর আঁধার ঘরে,
হয়নি আজও কিছুই বলা
না বলা সব কথা।
তোর তরে হায়,
মন পুড়ে যায়,
তুই সে থাকিস দূরে।
দিন চলে যায় রাতেরও মায়ায়,
আমারও হৃদয় জ্বলে।
মন মুনিয়া তোর কাছে কই,
আমার মনের কথা।
আঁধার ঘরে আলো জ্বালি,
তোরে দেখার আশায়।
আঁধার ঘরে আলো জ্বালি,
তোরে দেখার আশায়।
পুড়ছি আমি একাই শুধু,
তোরই সেই ভালোবাসায়।
তোর তরে হায়,
মন পুড়ে যায়,
তুই সে থাকিস দূরে।
দিন চলে যায় রাতেরও মায়ায়,
আমারও হৃদয় জ্বলে।
মন মুনিয়া তোর কাছে কই,
আমার মনের কথা।
][সমাপ্ত][
Copyright © Laser Vision
এই গানটি সম্পর্কে কিছু তথ্য :
মন মুনিয়া শিরোনামের এই গানটি হাবিব ওয়াহিদ এর প্রথম একক অ্যালবাম এবং চতুর্থ ষ্টুডিও অ্যালবাম " শোনো !" এর একটি গান । শোনো এ্যালবামটি ২০০৬ সালের ৯ নভেম্বর সিডি আকারে প্রকাশ করা হয়। এই অ্যালবামে ৯ টি গান সংযুক্ত করা হয় এবং শুধুমাত্র ১টি গান ব্যতিত সবগুলো গানেই হাবিব ওয়াহিদ কণ্ঠ দিয়েছিলেন।
শোনো এ্যালবামের সবগুলো গানঃ
◉ ক্যালেন্ডারের পাতা
◉ প্রজাপতি
◉ এখনি নামবে বৃষ্টি
◉ এলোমেলো মন
◉ জাদু
◉ এই সময়ে
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box