Bujhina (বুঝিনা) Lyrics - Shukonna & Pintu | Sphulingo (2021)

BUJHINA MP3 SONG LYRICS BY  Shukonna Mazumder Ghosh & Pintu Ghosh

Bujhina song Lyrics
Bujhina By Shukonna And Pintu 

BUJHINA LYRICS BY PINTU AND SHUKONNA FROM SPHULINGO (2021)
- Presenting Bujhina Song Lyrics, Sung by  Shukonna Mazumder Ghosh & Pintu Ghosh and Lyrics penned by Pintu Ghosh.This is a track from the movie Sphulingo featuring Pori Moni, Shamol Mawla, Zakia Bari Mamo and Directed by Tauquir Ahmed. 

SONG CREDITS : 
◉ Song : Bujhina
◉ Singer : Shukonna Mazumder Ghosh & Pintu Ghosh
◉ Lyrics : Pintu Ghosh
◉ Composer : Pintu Ghosh
◉ Movie : Sphulingo
◉ Label : Tiger Media Ltd.
◉ Release Date : Mar 16, 2021

BUJHINA BY PINTU AND SHUKONNA FULL SONG


BUJHINA SONG LYRICS FROM SPHULINGO MOVIE

জানিনা এ মন দিয়েছি কখন, 
জানিনা তোমার হয়েছি কখন, 
জানিনা জানিনা জানিনা। 

দমে দমে পাই যারে, 
তারে তো খুঁজি না। 
দমে দমে পাই যারে, 
তারে তো খুঁজি না। 

ভালবাসি তোমারে 
আর কিছু বুঝিনা। 
ভালবাসি তোমারে 
আর কিছু বুঝিনা। 

আমি নদী হয়ে যাই, 
তুমি জল হয়ে যাও, 
আমি তোমাতে হারাই, 
তুমি আমাতে হারাও। - [ ২ বার ]  

সাগরের মুক্তো 
আমি তো খুঁজি না, 
এই চোখে তুমি বিনা 
আর কিছু দেখিনা। 

ভালবাসি তোমারে 
আর কিছু বুঝিনা। 
ভালবাসি তোমারে 
আর কিছু বুঝিনা। 

যারে মন দিয়েছি, 
এ হৃদয় দিয়েছি, 
যারে মন দিয়েছি, 
এ হৃদয় দিয়েছি, 
জীবনে মরনে তাহারেই চেয়েছি। 

যার তরে ভালবাসা আসমান সীমানা,
যার তরে ভালবাসা আসমান সীমানা। 

ভালবাসি তোমারে 
আর কিছু বুঝিনা। 
ভালবাসি তোমারে 
আর কিছু বুঝিনা। 

দমে দমে পাই যারে, 
তারে তো খুঁজি না। 
দমে দমে পাই যারে, 
তারে তো খুঁজি না। 

ভালবাসি তোমারে 
আর কিছু বুঝিনা। 
ভালবাসি তোমারে 
আর কিছু বুঝিনা। 
][সমাপ্ত][ 

1 টি মন্তব্য:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.