AYNA LYRICS - Tanveer Evan | Bengali Song 2021
AYNA LYRICS BY TANVEER EVAN MP3 SONG LYRICS
![]() |
Ayna By Tanveer Evan |
SONG CREDITS :
◉ Song : Ayna
◉ Singer : Tanveer Evan
◉ Lyrics : Asif Sohan
◉ Composer : Piran Khan
◉ Label : Tanveer Evan (Pvt. Release)
◉ Release Date : Mar 16, 2021
AYNA SONG BY TANVEER EVAN
AYNA BY TANVEER EVAN SONG LYRICS IN BANGLA
বিষাদের দুপুর
গড়িয়ে সন্ধ্যা নেমেছে,
চাঁদ নামেনি এখনো
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে ও স্বপ্ন মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে।
অহেতুক তুমি ছুটেছো,
মিঠি স্বস্তি খুঁজেছো।
তোমার আমার ব্যবধান,
এখনো সর্বোচ্চ।
আয়নায় চেয়ে দেখো,
চোখ কি বলে,
ঠোটে হাসি নেই তোমার
আমি আজ নেই বলে।
বিষাদের দুপুর
গড়িয়ে সন্ধ্যা নেমেছে,
চাঁদ নামেনি এখনো
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে স্বপ্ন, মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে।
বদলে দিয়েছে পুরোটা আমাকে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে।
চাইলে তুমি পারতে,
একটু আস্থা রাখতে,
আমি ঠিকিই
সব গুছিয়ে নিতাম।
তুমি বিশ্বাস রাখো নি,
চলে গেছো সুখের মোহে,
আমার কান্না পায়ে মাড়িয়ে।
হারিয়ে... হারিয়ে,
গেছো ঐ সুদূরে,
হারিয়ে... হারিয়ে,
গেছো কোন সুদূরে?
অহেতুক তুমি ছুটেছো,
মিঠি স্বস্তি খুঁজেছো।
তোমার আমার ব্যবধান,
এখনো সর্বোচ্চ।
আয়নায় চেয়ে দেখো
চোখ কি বলে,
ঠোটে হাসি নেই তোমার
আমি আজ নেই বলে।
বিষাদের দুপুর
গড়িয়ে সন্ধ্যা নেমেছে।
চাঁদ নামে নি এখনো,
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে স্বপ্ন মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া,
বদলে দিয়েছে আমাকে,
আমাকে...
][সমাপ্ত][
তানভীর ইভানের মন মাতানো কণ্ঠের এই গানগুলো মিস করছেন না তো?
বাংলা নতুন সব গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে আজেবাজে ওয়েবসাইটে না ঘুরে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আয়না গানের লিরিক্স তানভীর ইভান
Bishadher Dupur Goriye
Sondha Namechhe,
Chad Nameni Ekhono
Pranhin Shondhatara Futechhe.
Icchey Shopno Mishe Gechhe Adhare,
Tomar Chole Jawa,
Bodle Diyechhe Amake.
Ohetuk Tumi Chhutechho,
Mithi Sosti Khujechho,
Tomar Amar Bebodhan,
Ekhono Sorboccho..
Aynay Cheye Dekho,
Chokh Ki Bole,
Thotey Hasi Nei Tomar
Ami Aj Nei Bole.
Bishadher Dupur Goriye
Sondha Namechhe,
Chad Nameni Ekhono
Pranhin Shondhatara Futechhe.
Icchey Shopno Mishe Gechhe Adhare,
Tomar Chole Jawa,
Bodle Diyechhe Amake.
Bodle Diyechhe Purota Amake,
Tomar Chole Jawa Bodle Diyechhe amake.
Chaile Tumi Parte
Ektu Astha Rakhte,
Ami Thiki Sob Guchiye Nitam.
Tumi Biswas Rakhoni,
Chole Gechho Sukher Mohey,
Amar Kanna Mariye.
Hariye...Hariye,
Gechho Oi Sudure,
Hariye...Hariye,
Gechho kon Sudure?
Ohetuk Tumi Chhutechho,
Mithi Sosti Khujechho,
Tomar Amar Bebodhan,
Ekhono Sorboccho..
Aynay Cheye Dekho,
Chokh Ki Bole,
Thotey Hasi Nei Tomar
Ami Aj Nei Bole.
Bishadher Dupur Goriye
Sondha Namechhe,
Chad Nameni Ekhono
Pranhin Shondhatara Futechhe.
Icchey Shopno Mishe Gechhe Adhare,
Tomar Chole Jawa,
Bodle Diyechhe Amake.
Amake...
][THE END][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box