Amar Ekla Akash Lyrics - Shreya Ghoshal | Bengali Romantic

AMAR EKLA AKASH THOMKE GECHE MP3 SONG LYRICS BY SHREYA GHOSHAL

Amar Ekla Akash Lyrics
Amar Ekla Aakash 
AMAR EKLA AKASH LYRICS BY SHREYA GHOSHAL
- Presenting Amar Ekla Aakash Lyrics, Sung by Shreya Ghoshal and Music composed by Jeet Ganguly.While Ekla Aakash Song Lyrics was penned by Sandipan Roy.This is a soundtrack from the movie  Ekla Akash featuring Parambrata Chatterjee, Parno Mitra, Goutam Ghosh in the lead role. 

SONG CREDITS : 
◉ Song : Amar Ekla Akash
◉ Singer : Shreya Ghoshal 
◉ Lyrics : Sandipan Roy
◉ Composer : Jeet Ganguly
◉ Release Date : Sep 21, 2012

AMAR EKLA AKASH FULL SONG BY SHREYA GHOSHAL


AMAR EKLA AKASH LYRICS

আমার একলা আকাশ থমকে গেছে 
রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালোবেসে। 
আমার দিন গুলো সব
রঙ চিনেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালোবেসে। 

তুমি চোখ মেললেই 
ফুল ফুটেছে আমার ছাদে এসে, 
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় 
তোমায় ভালোবেসে। 

আমার একলা আকাশ 
থমকে গেছে রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালোবেসে। 

আমার ক্লান্ত মন 
ঘর খুঁজেছে যখন, 
আমি চাইতাম, পেতে চাইতাম, 
শুধু তোমার টেলিফোন। 

ঘর ভরা দুপুর,
আমার একলা থাকার সুর, 
রোদ গাইতো, আমি ভাবতাম, 
তুমি কোথায় কতোদূর। 

আমার বেসুরে গিটার
সুর বেঁধেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালোবেসে। 

আমার একলা আকাশ
চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, 
শুধু তোমায় ভালোবেসে। 

অলস মেঘলা মন, 
আমার আবছা ঘরের কোণ, 
চেয়ে রইতো, ছুঁতে চাইতো, 
তুমি আসবে আর কখন। 

শ্রান্ত ঘুঘুর ডাক, 
ধূলো মাখা বইয়ের তাক, 
যেন বলছে, বলে চলছে, 
থাক অপেক্ষাতেই থাক। 

আমার একলা আকাশ থমকে গেছে 
রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালোবেসে। 
আমার দিন গুলো সব
রঙ চিনেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালোবেসে। 
][সমাপ্ত][ 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.