Amar Ekla Akash Lyrics - Shreya Ghoshal | Bengali Romantic
AMAR EKLA AKASH THOMKE GECHE MP3 SONG LYRICS BY SHREYA GHOSHAL
![]() |
Amar Ekla Aakash |
SONG CREDITS :
◉ Song : Amar Ekla Akash
◉ Singer : Shreya Ghoshal
◉ Lyrics : Sandipan Roy
◉ Composer : Jeet Ganguly
◉ Label : Shree Venkatesh Films Pvt. Ltd.
◉ Release Date : Sep 21, 2012
AMAR EKLA AKASH FULL SONG BY SHREYA GHOSHAL
AMAR EKLA AKASH LYRICS
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে।
আমার দিন গুলো সব
রঙ চিনেছে তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালোবেসে।
তুমি চোখ মেললেই
ফুল ফুটেছে আমার ছাদে এসে,
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায়
তোমায় ভালোবেসে।
আমার একলা আকাশ
থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে।
আমার ক্লান্ত মন
ঘর খুঁজেছে যখন,
আমি চাইতাম, পেতে চাইতাম,
শুধু তোমার টেলিফোন।
ঘর ভরা দুপুর,
আমার একলা থাকার সুর,
রোদ গাইতো, আমি ভাবতাম,
তুমি কোথায় কতোদূর।
আমার বেসুরে গিটার
সুর বেঁধেছে তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালোবেসে।
আমার একলা আকাশ
চাঁদ চিনেছে তোমার হাসি হেসে,
শুধু তোমায় ভালোবেসে।
অলস মেঘলা মন,
আমার আবছা ঘরের কোণ,
চেয়ে রইতো, ছুঁতে চাইতো,
তুমি আসবে আর কখন।
শ্রান্ত ঘুঘুর ডাক,
ধূলো মাখা বইয়ের তাক,
যেন বলছে, বলে চলছে,
থাক অপেক্ষাতেই থাক।
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে।
আমার দিন গুলো সব
রঙ চিনেছে তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালোবেসে।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box