Sokhi Tora Prem Korio Na (সখী তোরা প্রেম করিও না)Lyrics - Shah Abdul Karim
Sokhi Tora Prem Korio Na Mp3 Song Lyrics By Shah Abdul Karim
![]() |
| সখী তোরা প্রেম করিও না লিরিক্স |
SONG CREDITS:
■ Title: Sokhi Tora Prem Korio Na
■ Singer: শিউলী সরকার
■ Lyrics : Shah Abdul Karim
■ Label : Shah Abdul Karim
■ Release Date :
SOKHI TORA PREM KORIO NA FULL SONG
SOKHI TORA PREM KORIO NA LYRICS IN BANGLA
সখীতোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখীতোরা প্রেম করিয়ো না। - [ ২ বার ]
প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা।
প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা।
প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা।
পিরিত ভালা না,
সখী তোরা প্রেম করিয়ো না।
প্রেম করে ভাসলো সাগরে
অনেকে পাইলো না কুল,
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল। - [ ২ বার ]
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা।
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা।
ও দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা।
সখী তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখী তোরা প্রেম করিয়ো না।
পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়,
কলঙ্ক অলঙ্কার করে
দুঃখের বোঝা বইতে হয়। - [ ২ বার ]
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা।
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা।
ও কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা।
সখী তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখী তোরা প্রেম করিয়ো না।।
প্রেমিকের প্রেম পরশে
হয় শুদ্ধ প্রেমের উদয়,
প্রেমিক যে জন সেই মহাজন
না থাকে না লজ্জা ভয়। - [ ২ বার ]
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝেনা,
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝেনা,
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝেনা।
সখী তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না,
সখীতোরা প্রেম করিয়ো না। - [ ২ বার ]
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতের কি বেদনা।
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতের কি বেদনা।
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতের কি বেদনা।
পিরিত ভালো না,
সখী তোরা প্রেম করিয়ো না। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
Copyright © Shah Abdul Karim. All Rights Reserved

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box