Anondo Bhoirobi Lyrics - Ahmed Hasan Sunny
ANONDO BHOIROBI MP3 SONG LYRICS BY AHMED HASAN SUNNY
![]() |
Anondo Bhoirobi |
SONG CREDITS :
◉ Song : Anondo Bhoirobi
◉ Singer : Ahmed Hasan Sunny
◉ Lyrics : Shakti Chattapaddhay
◉ Composer : Naseef Amin & Ahmed Hasan Sunny
◉ Label : Ahmed Hasan Sunny (Pvt. Release)
◉ Release Date : Feb 12, 2021
ANONDO BHOIROBI FULL SONG
ANONDO BHOIROBI LYRICS
আজ সেই ঘরে
এলায়ে পড়েছে ছবি,
এমন ছিলো না
আষাঢ় শেষের বেলা।
উদ্যানে ছিলো,
বরষা-পীড়িত ফুল,
আজ সেই মাঠে
আসে না রাখাল ছেলে,
কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল।
এখনো বরষায়
কোদালে মেঘের ফাঁকে,
বিদ্যুৎ-রেখা মেলে।
সে কি জানিত না এমনি দু:সময়,
লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি।
সে কি জানিত না হৃদয়ের অপচয়,
কৃপণের বামমুঠি।
সে কি জানিত না যত বড় রাজধানী,
ততো বিখ্যাত নয় এ হৃদয়পুর।
সে কি জানিত না আমি তারে যত জানি,
আনন্দ-সমুদ্দুর-সমুদ্দুর-সমুদ্দুর
সমুদ্দুর...সমুদ্দুর... সমুদ্দুর।
][সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box