BHINDESHI TARA LYRICS - Chandrabindoo (band)
AMAR BHINDESHI TARA MP3 SONG LYRICS IN BANGLA BY CHANDRABINDOO BAND
![]() |
ভিনদেশী তারা লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Bhindeshi Tara
◉ Band : Chandrabindoo
◉ Lyrics : Chandrabindoo
◉ Composer : Chandrabindoo
◉ Label : Asha Audio
◉ Release Date : 2001
BHINDESHI TARA FULL ORIGINAL SONG BY CHANDRABINDOO
AMAR BHINDESHI TARA LYRICS IN BANGLA
একা রাতেরই আকাশে,
তুমি বাজালে একতারা,
আমার চিলেকোঠার পাশে।
ঠিক সন্ধ্যে নামার মুখে,
তোমার নাম ধরে কেউ ডাকে,
মুখ লুকিয়ে কার বুকে,
তোমার গল্পো বলো কাকে?
আমার রাত জাগা তারা,
তোমার অন্য পাড়ায় বাড়ি,
আমার ভয় পাওয়া চেহারা,
আমি আদতে আনাড়ি।
আমার আকাশ দেখা ঘুড়ি,
কিছু মিথ্যে বাহাদুরি।
আমার আকাশ দেখা ঘুড়ি,
কিছু মিথ্যে বাহাদুরি,
আমার চোখ বেঁধে দাও আলো,
দাও শান্ত শীতল পাটি।
তুমি মায়ের মতই ভালো,
আমি একলাটি পথ হাটি।
আমার বিচ্ছিরি এক তারা,
তুমি নাও না কথা কানে,
তোমার কিসের এতো তাড়া?
সে রাস্তা পার হবে সাবধানে।
তোমার গায়ে লাগেনা ধুলো,
আমার দু-মুঠো চাল চুলো।
তোমার গায়ে লাগেনা ধুলো,
আমার দু'মুঠো চাল চুলো,
রাখো শরীরে হাতে যদি,
আর জল মাখো দুই হাতে।
প্লীজ ঘুম হয়ে যাও চোখে,
আমার মন খারাপের রাতে।
আমার রাত জাগা তারা,
তোমার আকাশ ছোঁয়া বাড়ি,
আমি পাইনা ছুঁতে তোমায়,
আমার একলা লাগে ভারী।
আমার রাত জাগা তারা,
তোমার আকাশ ছোঁয়া বাড়ি,
আমি পাইনা ছুঁতে তোমায়,
আমার একলা লাগে ভারী। - [ ২ বার ]
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box