AGAMI (আগামী) LYRICS - WARFAZE | SOTTO (2012)

Rupkotha Lyrics by Warfaze
রুপকথা লিরিক্স 

    



AGAMI SONG LYRICS BY WARFAZE

AGAMI LYRICS BY WARFAZE FROM SOTTO (2020) : AGAMI is a bengali song, performed by Warfaze & Lyrics penned by Shams Mansoor Ghani.While the music is composed by Warfaze.This is a tract from their Album 'Sotto'. 

SONG CREDITS:
■ Title: Agami
■ Singer: Warfaze
■ Lyrics : Shams Mansoor Ghani
■ Music : Warfae
■ Label : Warfaze
■ Release Date : 21 October, 2012

AGAMI BY WARFAZE LYRICS 

ধ্বংসের সীমানায়, 
স্বপ্নের সাজানো আঙিনায়, 
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে 
স্বাধীনতায়।
বেদনা ভুলে যাই, 
যখনই তোমাদের খুঁজে পাই, 
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা। 
শোষণের দেয়াল ভেঙে
আলোকিত দিনের সূচনায়। - [ ২ বার ] 

তুমি আশা আগামী, 
অশ্রু ধোয়া আগামী, 
দুঃখী মানুষের দেশে, 
সুখের কাহিনী শোনাই। 

তুমি আশা আগামী, 
মোহিত স্বপ্নে আমি, 
সোনালী দিনের আশায়
প্রতীক্ষার দৈর্ঘ্য  বাড়াই, 
বেদনার ধূসর বালুচরে।

তুমি কি কেদেছো? 
 যখনই অপমান দেখেছো, 
যখনই এ বাংলা
 সয়েছে কালিমা 
অবহেলায়।

পরাজয় মুছে যায়, 
তোমার দৃপ্ত পদচারনায়, 
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা। 

শোষিতের বিজয়ের কালে 
বিকশিত মনের কামনায়। 

তুমি আশা আগামী, 
অশ্রু ধোয়া আগামী, 
দুঃখী মানুষের দেশে, 
সুখের কাহিনী শোনাই। 

তুমি আশা আগামী, 
মোহিত স্বপ্নে আমি, 
সোনালী দিনের আশায়
প্রতীক্ষার দৈর্ঘ্য  বাড়াই, 
বেদনার ধূসর বালুচরে।


রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা, 
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা, 
সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা, 
শোষনের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়। 

তুমি আশা আগামী, 
অশ্রু ধোয়া আগামী, 
দুঃখী মানুষের দেশে, 
সুখের কাহিনী শোনাই। 
তুমি আশা আগামী, 
মোহিত স্বপ্নে আমি, 
সোনালী দিনের আশায়
প্রতীক্ষার দৈর্ঘ্য  বাড়াই। - [ ২ বার ] 

বেদনার ধূসর বালুচরে।
][সমাপ্ত][ 


সত্য এ্যালবামটির সবগুলো গানের লিরিক্সঃ
■ না 
■ প্রজন্ম 
■ জনস্রোত 
■ প্রতিক্ষা 
বাংলা গান তার জাদুকরী সুর আর কথার জন্য বিখ্যাত। তাই আমরা প্রতিটি বাংলা গানের লিরিক্সগুলো সম্পূর্ণ নির্ভুল এবং পরিষ্কার ভাবে প্রকাশ করার চেষ্টা করছি। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যন্ত সতর্কতার সাথে পোস্ট করি, যাতে গানের কথায় কোন ভুল না থাকে। তাই বাংলা গানের নির্ভুল লিরিক্সটি পেতে ভিজিট করুন MYLYRICSWIKI.COM

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.