Oshru Veja Mati Lyrics (অশ্রু ভেজা মাটি) - Samz Vai | Bangla New Song 2021
OSHRU VEJA MATI MP3 SONG LYRICS BY SAMZ VAI
![]() |
Oshru Veja Mati By Samz Vai |
SONG CREDITS :
◉ Song : Oshru Veja Mati
◉ Singer : Samz Vai
◉ Lyrics : Samz Vai
◉ Composer : Samz Vai
◉ Label : Samz Vai (Pvt. Release)
◉ Release Date : Mar 10, 2021
OSHRU VEJA MATI BY SAMZ VAI FULL SONG
OSHRU VEJA MATI SONG LYRICS
এখনো তোমার আশায়,
রয়ে যায় এ মন আমার,
স্বপ্ন কেনো দেখে দিবারাতি?
দুটি চোখ আর কখনো
ভরবে না তোমার পানে,
কি জ্বালাতন বুকে লইয়া,
কাটে দিন রজনী,
যার মায়াতে ছিলাম পাগল
তার খবরটা লইছো নি?
যায় রে সময় কতো আসে যায়,
আসে না সজনী,
এতো পাষাণ হয় কি করে মানুষ
বোঝে না মনমণি।
ডানাকাটা পাখি হইয়া,
ব্যর্থ চেষ্টা উড়িবার,
যেজন আমার মন বুঝে না,
এমনজনের কি দরকার? - [ ২ বার ]
অন্ধকারে প্রদীপ হইয়া
মিটাইছিলাম প্রয়োজন,
সে ভাবিলো খেলার পুতুল,
আমি ভাবি প্রিয়জন।
কি জ্বালাতন বুকে লইয়া,
কাটে দিন রজনী,
যার মায়াতে ছিলাম পাগল
তার খবরটা লইছো নি?
যায় রে সময় কতো আসে যায়,
আসে না সজনী,
এতো পাষাণ হয় কি করে মানুষ
বোঝে না মনমণি। - [ ২ বার ]
][সমাপ্ত][
সামস ভাইয়ের এই গানগুলো শুনেছেন কি?
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box