Oshru Veja Mati Lyrics (অশ্রু ভেজা মাটি) - Samz Vai | Bangla New Song 2021

OSHRU VEJA MATI MP3 SONG LYRICS BY SAMZ VAI 

Oshru Veja Mati Song Lyrics
Oshru Veja Mati By Samz Vai 
OSHRU VEJA MATI LYRICS BY SAMZ VAI
- Presenting Oshru Veja Mati Song Lyrics, Sung by Samz Vai and also Lyrics penned by Samz Vai.This song was released on Mar 10, 2021.Oshru Veja Mati Song Music Video is fearued by Tanvir Paros, Ashik Suvo.

SONG CREDITS : 
◉ Song : Oshru Veja Mati 
◉ Singer : Samz Vai
◉ Lyrics : Samz Vai
◉ Composer : Samz Vai 
◉ Label : Samz Vai (Pvt. Release) 
◉ Release Date : Mar 10, 2021

OSHRU VEJA MATI BY SAMZ VAI FULL SONG


OSHRU VEJA MATI SONG LYRICS

এখনো তোমার আশায়,
রয়ে যায় এ মন আমার,
স্বপ্ন কেনো দেখে দিবারাতি? 

দুটি চোখ আর কখনো 
ভরবে না তোমার পানে,

কি জ্বালাতন বুকে লইয়া,
কাটে দিন রজনী, 
যার মায়াতে ছিলাম পাগল
তার খবরটা লইছো নি?

যায় রে সময় কতো আসে যায়,
আসে না সজনী,
এতো পাষাণ হয় কি করে মানুষ
বোঝে না মনমণি। 

ডানাকাটা পাখি হইয়া,
ব্যর্থ চেষ্টা উড়িবার,
যেজন আমার মন বুঝে না,
এমনজনের কি দরকার? - [ ২ বার ] 

অন্ধকারে প্রদীপ হইয়া
মিটাইছিলাম প্রয়োজন,
সে ভাবিলো খেলার পুতুল,
আমি ভাবি প্রিয়জন। 

কি জ্বালাতন বুকে লইয়া,
কাটে দিন রজনী, 
যার মায়াতে ছিলাম পাগল
তার খবরটা লইছো নি?
যায় রে সময় কতো আসে যায়,
আসে না সজনী,
এতো পাষাণ হয় কি করে মানুষ
বোঝে না মনমণি। - [ ২ বার ] 
][সমাপ্ত][ 
সামস ভাইয়ের এই গানগুলো শুনেছেন কি? 

অশ্রু ভেজা মাটি গানের লিরিক্স 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.