Thanda Coffee Lyrics(ঠাণ্ডা কফি) - Habib Wahid | Latest Bengali Song
THANDA COFFEE MP3 SONG LYRICS IN BANGLA BY HABIB WAHID
![]() |
Thanda Coffee By Habib Wahid |
SONG CREDITS :
◉ Song : Thanda Coffe
◉ Singer : Habib Wahid
◉ Lyrics : Ali Baker Zico
◉ Composer : Habib Wahid
◉ Label : Habib Wahid (Pvt. Release)
◉ Release Date : Mar 11, 2021
THANDA COFFE FULL AUDIO SONG
THANDA COFFE BANGLA SONG LYRICS
খোলা জানালায় বসে
ভাবছো কী?
একা একা লাগছে নাকি?
একা একা লাগছে নাকি?
রোদেলা দুপুর, ভ্যাপসা গরম,
ঠাণ্ডা কফিতে এক কাপ চুমুক
দাও তো লক্ষ্মীটি।
ভরদুপুরে কোকিলের কণ্ঠে,
তোমারই সুর বাজে, অজান্তে।
ভরদুপুরে কোকিলের কণ্ঠে,
তোমারই সুর বাজে, অজান্তে।
স্বপ্নের সিথানতে একসাথে শুয়ে,
স্বপ্নে ভাসবো তোমাকে নিয়ে।
জানি একদিন তোমাকে ছোঁবো লক্ষ্মীটি,
সারারাত জেগে করবো খুনসুটি।
খোলা জানালায় বসে
ভাবছো কী?
একা একা লাগছে নাকি?
একা একা লাগছে নাকি?
রোদেলা দুপুর, ভ্যাপসা গরম,
ঠাণ্ডা কফিতে এক কাপ চুমুক
দাও তো লক্ষ্মীটি।
তোমার চোখ যে কথা বলে,
সে কথা বুঝে গেছি অজান্তে।
তোমার চোখ যে কথা বলে,
সে কথা বুঝে গেছি অজান্তে।
হৃদয়ের টান যখন বুকে লাগে,
তোমাকেই দেখতে পাই সবখানে।
জানি একদিন তোমাকে ছোঁবো লক্ষ্মীটি,
সারারাত জেগে করবো খুনসুটি।
খোলা জানালায় বসে
ভাবছো কী?
একা একা লাগছে নাকি?
একা একা লাগছে নাকি?
রোদেলা দুপুর, ভ্যাপসা গরম,
ঠাণ্ডা কফিতে এক কাপ চুমুক
দাও তো লক্ষ্মীটি।
][সমাপ্ত][
হাবিব ওয়াহিদের এই গানগুলো শুনেছেন কি?
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box