Piya Tore Bina Lyrics - BADSHA BANGLA MOVIE 2016


Piya Tore Bina Lyrics - BADSHA BANGLA MOVIE 2016 

Piya Tore Bina Lyrics
Piya Tore Bina lyrics: The song is sung by Shadaab Hashmi, music composed by Suddho Roy and this new Bangla Movie song lyrics written bySuddho And Dipanjan.This Song is taken from the movie Badsha - The Don.






Song - Piya Tore Bina
Movie - Badsha The Don
Artist - Jeet, Nusraat Faria and others
Singer - Shadaab Hashmi
Composer - Suddho Roy
Lyricist - Suddho & Dipanjan
Choreographer - Baba Yadav
DOP - P. Shelvakumar
Editor - Md Kalam
Produced and Distributed by: Jaaz Multimedia
Director - Baba Yadav & Abdul Aziz



উরে গেলো স্বপ্নে যে মনটা আমার
যেই দিকে দেখি সুধু পাই যে তোমায় ( 2x )

ও ও ...

পিয়া তোরে বিনা জিয়া যায় না 
আমি হারিয়ে যাই  আর খুজে বেড়াই ,
পিয়া তোরে বিনা জিয়া যায় না  ।

তুমি থাকো পাশে আর চল সাথে ,
পিয়া তোরে বিনা জিয়া যায় না  ।

লাগেজে এ পথ চেনা , যখন সাথে না থাক সঙ্গী
বুঝিনি তোকে হারিয়ে , সোনার খাঁচায় আমি বন্ধী ।

তোকে ছাড়া হাসি খুশি থাকিনা এখন
 সুধু একবার কাছে আয়
সুধু ভুল ভাবনা আমি মুছেযে দেব ,
একবার পাসেত আয় । ...

তোকে নিয়ে জিবনের কত কাহিনি
আমার সুরের তুই রাগিণী ।
আমি হারিয়ে যাই  আর খুজে বেড়াই ,
পিয়া তোরে বিনা জিয়া যায় না  ।

তুমি থাকো পাশে আর চল সাথে ,
পিয়া তোরে বিনা জিয়া যায় না  ।

পারিনা দূরে গো থাকতে ,
তোকে ছাড়া আমি দিশাহারা ।

সুধু চাই ভালবাসতে ,
তোর খোঁজে এসেছি কিনারায় ।

একবার তুই চোখ মেলে দেখ ,
হতে চাই আমি তোর সঙ্গী ।

এই প্রেম সাগরে ভেসে যেতে চাই ,
সপ্নে বুনে রঙিন ...।


তোকে ছাড়া আর মন কিছু চায় না ,
আমার হৃদয়ে যে তুই কামনা ,

তোকে ছাড়া আর মন কিছু চায় না ,
আমার হৃদয়ে যে তুই কামনা ...

আমি হারিয়ে যাই  আর খুজে বেড়াই ,
পিয়া তোরে বিনা জিয়া যায় না  ।

তুমি থাকো পাশে আর চল সাথে ,

পিয়া তোরে বিনা জিয়া যায় না  ।


Blogger দ্বারা পরিচালিত.