SLEEPING PILL LYRICS (স্লিপিং পিল) - Arman Alif | Bangla New Song 2021

SLEEPING PILL MP3 SONG LYRICS IN BANGLA BY ARMAN ALIF 

SLEEPING PILL LYRICS BY ARMAN ALIF
Sleeping Pill Song Lyrics 

SLEEPING PILL LYRICS BY ARMAN ALIF
Presenting Sleeping Pill Bangla Song Lyrics, Sung By Arman Alif and Lyrics penned by Arman Alif​. While the music is composed by Jami Ul Hasan.Read Sleeping Pill Bangla Song Lyrics in Bangla, Exclusively On our Website. 

SONG CREDITS : 
◉ Song : Sleeping Pill 
◉ Singer : Arman Alif
◉ Lyrics : Arman Alif
◉ Composer :  Jami Ul Hasan
◉ Label : Arman Alif (Pvt. Release) 
 ◉ Release Date : Feb 14, 2021

SLEEPING PILL FULL SONG BY ARMAN ALIF


SLEEPING PILL SONG LYRICS IN BANGLA

ভালো লাগে না স্লিপিং পিলের সাথে,
সময় অসময় ঘুম।  
ভালো লাগে না অভিনয়ের সাথে
হাসতে কিছু ক্ষন। 

সিঁদুরে কেনো মেঘের আবছা ছায়া? 
কেনো অসময় ভয়? 
নীল শাড়িটা ময়লাটি হলো কেন?
ভুল চিঠিগুলো কই?

এখন আর আমার চোখের নিচের কালি,
জমে নেই সে তো পুরনো চোরাবালি। 
আমিও এখন নিয়মিত খুব, 
ঘুমের বড়ির ঘুমি। 

অনেকগুলো রাত্রি পেরিয়ে গেলো,
মুঠোফোন তার অপেক্ষায় ছিলো,
ভেজা বালিশটা রঙচটা হলো,
তবুও বেঁচে রই। 

আমার রক্ত বিষাক্ত তা জানি, 
তবুও ছিল না তাতে কোন বেইমানি, 
আকাশ দেখানো তারাটাও নেই তাই 
আকাশ দেখাও নেই। 

আমি নেই আগের মতো সেই। 

এখনো কি ডায়রিতে কথা বলো, 
আমি ভেবে আমি ভেবে। 
তুমি কি এখনো আয়নায় মুখ দেখো, 
অন্য রূপের মহে? 

কখনো কি তুমি বুঝতে পেরেছিলে, 
আমার নিয়মে কতটা সুখে ছিলে,
আমার দেওয়া যত্নের নামগুলোয়
কিভাবে তুমি অন্যকে ডাকলে? 

প্রতিবেলা আমার খাওয়া হয়নি কেন, 
ঘুমোই নি কেন নিয়মিত, 
সময়গুলো মনে রাখিনি কেন
প্রশ্নগুলো নেই। 

এখন আর আমার চোখের নিচের কালি,
জমে নেই সে তো পুরনো চোরাবালি। 
আমিও এখন নিয়মিত খুব, 
ঘুমের বড়ির ঘুমি। 

অনেকগুলো রাত্রি পেরিয়ে গেলো,
মুঠোফোন তার অপেক্ষায় ছিলো,
ভেজা বালিশটা রঙচটা হলো,
তবুও বেঁচে রই। 

আমার রক্ত বিষাক্ত তা জানি, 
তবুও ছিল না তাতে কোন বেইমানি। 
আকাশ দেখানো তারাটাও নেই তাই 
আকাশ দেখাও নেই। 

আমি নেই আগের মতো সেই। 
][সমাপ্ত][ 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.