EKTA KOTHA LYRICS (একটা কথা) - Imran Mahmudul | Makeup(2021)

EKTA KOTHA MP3 SONG LYRICS IN BANGLA FROM MAKEUP BANGLA MOVIE 

Ekta Kotha Lyrics Imran Mahmudul
একটা কথা লিরিক্স 

EKTA KOTHA LYRICS BY IMRAN
- Presenting Ekta Kotha Song Lyrics, Sung by Imran Mahmudul and Composed by Lincon.While Ekta Kotha Lyrics is penned by Anonno Mamun.This is a soundtrack from the movie Makeup featuring Tariq Anam Khan, Ziaul Roshan, Nipa Ahmed Realy in the lead role and Directed by Anonno Mamun. 

SONG CREDITS : 
◉ Song : Ekta Kotha
◉ Singer : Imran Mahmudul
◉ Lyrics : Anonno Mamun
◉ Composer : Lincon
◉ Label : iTheatre
◉ Release Date : Mar 2, 2021

EKTA KOTHA FULL SONG


EKTA KOTHA SONG LYRICS IN BANGLA

তুলে রেখেছি সুখে। 
মরন এলেও আর জনমে 
থাকবো তোমারই বুকে। 

তুমি কোলে টেনে 
নাও না প্রিয় আমাকে,
আমি বড় ভালোবাসি 
আজ শুধু তোমাকে। 

খোলাখুলি বলনা তুই,
কতো কাছে আসলে বল,
আরও আপন হবি তুই?

হৃদয়ের কল্পনায়
আসলে তো একজনই,
লোকে ভাবে আমরা দুই। 

তুমি কোলে টেনে 
নাও না প্রিয় আমাকে,
আমি বড় ভালোবাসি 
আজ শুধু তোমাকে। 

বেখেয়ালি হাত ধরে,
রেখে দিবো আদরে,
ছাড়বো না কোনমতে। 

আজ আলতো করে,
একটু জড়িয়ে,
বাঁচতে চাই তোমার সাথে। 

তুমি কোলে টেনে 
নাও না প্রিয় আমাকে,
আমি বড় ভালোবাসি 
আজ শুধু তোমাকে। 

ও প্রিয়া রে, প্রিয়া রে, 
ও প্রিয়া রে, প্রিয়া রে, 
ও প্রিয়া রে, প্রিয়া রে, 
ও প্রিয়া রে, প্রিয়া রে।
][সমাপ্ত][ 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.